শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৩ মে, ২০২২, ১০:২৩ রাত
আপডেট : ১৩ মে, ২০২২, ১০:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি খরচে সংসদীয় কমিটির কয়জন হজে যাবে চূড়ান্ত হয়নি

সংসদীয় কমিটি

মনিরুল ইসলাম: [২] ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা তিন জন করে প্রতিনিধিকে রাষ্ট্রীয় খরচে পবিত্র হজে পাঠাতে চান। এ বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি ধর্ম মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। অবশ্য করোনা পরিস্থিতিতে আগের তুলনায় কম সংখ্যক মানুষ হজে যাচ্ছেন উল্লেখ করে মন্ত্রণালয় তাদের দুজন করে প্রতিনিধি পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে। 

[৩] বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত  ধর্ম মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা যায়।

[৪] সূত্র জানায়, বৃহস্পতিবারের কমিটির বৈঠকে তাদের সুপারিশ থেকে কিছুটা সরে এসে ৩ জন প্রতিনিধি পাঠানোর কথা বলেন। এক্ষেত্রে প্রত্যেক সদস্যকে ২জন প্রতিনিধি পাঠানোর সুযোগ দেওয়া যেতে পারে বলে মন্ত্রণালয় জানিয়েছে। তবে স্থায়ী কমিটির সদস্যরা কতজন করে প্রতিনিধি পাঠানোর সুযোগ পাবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

[৫] এর আগে ২০১৯ সালে সংসদীয় কমিটির প্রত্যেক সদস্যের সুপারিশে পাঁচ জন করে সরকারি খরচে হজে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজে যাওয়ার সুযোগ পাননি।ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানসহ ধর্ম মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ১০ জন। 

[৬] এদিকে, ধর্ম মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রুহুল আমীন মাদানী  বলেন, এ বছর আগের চেয়ে কম মানুষ হজে যাবেন। সংসদীয় কমিটির সদস্যরা দুজন করে প্রতিনিধি পাঠাতে পারবেন। তবে কমিটির সদস্যরা তিন জন করে পাঠানোর সুযোগ দিতে বলেছেন। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

[৭] রুহুল আমীন মাদানী আরও বলেন, এটি আগে থেকেই হয়ে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়