শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৩ মে, ২০২২, ১০:২৩ রাত
আপডেট : ১৩ মে, ২০২২, ১০:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি খরচে সংসদীয় কমিটির কয়জন হজে যাবে চূড়ান্ত হয়নি

সংসদীয় কমিটি

মনিরুল ইসলাম: [২] ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা তিন জন করে প্রতিনিধিকে রাষ্ট্রীয় খরচে পবিত্র হজে পাঠাতে চান। এ বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি ধর্ম মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। অবশ্য করোনা পরিস্থিতিতে আগের তুলনায় কম সংখ্যক মানুষ হজে যাচ্ছেন উল্লেখ করে মন্ত্রণালয় তাদের দুজন করে প্রতিনিধি পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে। 

[৩] বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত  ধর্ম মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা যায়।

[৪] সূত্র জানায়, বৃহস্পতিবারের কমিটির বৈঠকে তাদের সুপারিশ থেকে কিছুটা সরে এসে ৩ জন প্রতিনিধি পাঠানোর কথা বলেন। এক্ষেত্রে প্রত্যেক সদস্যকে ২জন প্রতিনিধি পাঠানোর সুযোগ দেওয়া যেতে পারে বলে মন্ত্রণালয় জানিয়েছে। তবে স্থায়ী কমিটির সদস্যরা কতজন করে প্রতিনিধি পাঠানোর সুযোগ পাবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

[৫] এর আগে ২০১৯ সালে সংসদীয় কমিটির প্রত্যেক সদস্যের সুপারিশে পাঁচ জন করে সরকারি খরচে হজে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজে যাওয়ার সুযোগ পাননি।ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানসহ ধর্ম মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ১০ জন। 

[৬] এদিকে, ধর্ম মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রুহুল আমীন মাদানী  বলেন, এ বছর আগের চেয়ে কম মানুষ হজে যাবেন। সংসদীয় কমিটির সদস্যরা দুজন করে প্রতিনিধি পাঠাতে পারবেন। তবে কমিটির সদস্যরা তিন জন করে পাঠানোর সুযোগ দিতে বলেছেন। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

[৭] রুহুল আমীন মাদানী আরও বলেন, এটি আগে থেকেই হয়ে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়