শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০১:২৫ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎ বিপর্যয় পুনরাবৃত্তি রোধে সর্বোচ্চ সতর্ক সরকার: প্রতিমন্ত্রী

মহসীন কবির: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ বিপর্যয় পুনরাবৃত্তি রোধে সর্বোচ্চ সতর্ক সরকার। চাহিদা ও উৎপাদনে ভারসাম্যহীনতার জন্য এ বিপর্যয় হয়েছে। জাতীয় গ্রিডে ত্রুটির প্রকৃত কারণ জানতে আরও কিছুদিন সময় লাগবে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সচিবালয় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, এ ধরনের বিপর্যয় রোধে জাতীয় গ্রিডকে দুই বছরের মধ্যে স্মার্ট গ্রিডে পরিণত করার কাজ চলছে। এখন অটোমেশনে যেতে হবে।জাতীয় গ্রিডে বিপর্যয় হলেও গ্রিড সিস্টেমে কোনো ড্যামেজ হয়নি ।

তিনি বলেন, এটি একটি অস্বাভাবিক ঘটনা। এ ধরনের কারিগরি ত্রুটি ঘটতেই পারে। ভবিষ্যতের জন্য এ ঘটনা সতর্কবাণী হিসেবে কাজ করবে।

তবে বিএনপি নেতাদের মন্তব্যে আশঙ্কা বাড়ছে উল্লেখ করে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এ রকম ঘটনা আরও ঘটবে বলে বিএনপি নেতারা যে মন্তব্য করেছেন, তাতে নাশকতার আশঙ্কা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিএনপি নেতারা সমালোচনা করলেও তাদের আমলে ১৫-১৬ ঘণ্টা লোডশেডিং হতো।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরের পর জাতীয় গ্রিডে ত্রুটির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। কেউ কেউ এটাকে ব্লাক আউট হিসেবেও অভিহিত করছেন। সময়, ডিবিসি টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়