শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০৮:৫২ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০৮:৫২ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

আশুগঞ্জ কেন্দ্রের সব ইউনিটে উৎপাদন বন্ধ, বিদ্যুৎ ঘাটতি ১৪৭৫ মেগাওয়াট

বিদ্যুৎ কেন্দ্র

মনজুর এ আজিজ : জাতীয় গ্রিডে সমস্যার কারণে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে ১৪৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশের অর্ধেক এলাকা অন্ধকারে নিমিজ্জিত হয়। এ কারণে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা এবং কুমিল্লা জেলায় ব্যাপক লোডশেডিংয়ের কবলে পড়ে।

মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটে ঢাকা, চট্রগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এবং অন্যান্য পিজিসিবির  ট্রান্সমিশন-১ লাইন ব্ল্যাক আউট হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে সমস্যার কারণে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়।

বন্ধ হওয়া ইউনিটগুলো হলো- ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নর্থ ইউনিট, ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সাউথ ইউনিট, ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৪নং ইউনিট এবং ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫নং ইউনিট। এতে জাতীয় গ্রিডে ১৪৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এমএম সাজ্জাদুর রহমান বলেন, দুপুর ২টা ৫মিনিটে ব্লাক আউটের কারণে ইউনিটগুলো বন্ধ হয়ে যায়। এতে আমাদের কোনো ত্রুটি ছিল না। কখন বন্ধ ইউনিটগুলো চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে আমাদের বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা বন্ধ ইউনিটগুলো চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়