শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০২:৫৬ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ১০:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় গ্রিডে বিপর্যয়, দেশের অধিকাংশ জায়গায় বিদ্যুৎ নেই

ফাইল ছবি

মহসীন কবির: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগ ও খুলনার আংশিক এলাকা বিদ্যুৎহীন রয়েছে। আজ রাতের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হবে বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে এ বিভ্রাট দেখা দেয়। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগের পরিচালক মো. শামীম হাসান জানান, আজ দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটে। এতে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহের বড় অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বেলা ৩টার পর যমুনা নদীর পাড় থেকে টঙ্গী পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা গেছে। বাকি অংশে কাজে চলছে।

সিলেট থেকে জানান, দুপুর দেড়টা থেকে পুরো সিলেট বিভাগ বিদ্যুৎহীন হয়ে পড়ে। সিলেট বিভাগীয় বিদ্যুৎ কর্মকর্তা আবদুল কাদির জানান, জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়ায় এ সমস্যা তৈরি হয়েছে। সমস্যা সমাধানে কাজ করছেন বিদ্যুতের ইঞ্জিনিয়াররা। ডিবিসি টিভি ও চ্যানেল২৪

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়