শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০৫:৩৪ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৮:৩২ রাত

প্রতিবেদক : শাখাওয়াত মুকুল

বিএনপির ১৪ নেতাকর্মীর জামিন

জামিন পাওয়া নেতা-কর্মীরা

শাখাওয়াত মুকুল: রাজধানীর হাজারীবাগ এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় বিএনপি, যুবদল ও ছাত্র দলের ১৪ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল, নুরে আলম সিদ্দিকী, ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট, রোকনুজ্জামান সুজা ও আনিসুর রহমান রায়হান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম।

পরে রুহুল কুদ্দুস কাজল জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, ধানমন্ডি থানা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমানসহ বিএনপির ১৪ নেতাকর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। পরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়। 

২৭ সেপ্টেম্বর রাজধানীর হাজারীবাগ থানায় ইউনিট আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল্লাহ আল জাকারিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, ২৬ সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে হাজারীবাগের সিকদার মেডিকেল পাম্প সংলগ্ন এলাকায় বিএনপির মিটিং ছিল। 

ঘটনার দিন দুপুর ১টার দিকে বিএনপির অঙ্গ সংগঠনের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী লাঠিসোটা, লোহার রড ও অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনি জনতাবদ্ধ হয়ে মিছিল করে যাওয়ার সময় মামলার বাদী ও তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দু’ছবি ভেঙে ফেলা হয়। এছাড়া পাঁচ নেতাকর্মীকে মারধর করে রক্তাক্ত ও গুরুতর জখম করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়