শিরোনাম
◈ আদালতে জেরার মুখে ড. ইউনূসের সরকারপ্রধান হওয়া নিয়ে যা বললেন নাহিদ ◈ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: আরসিবিসি’র ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত ◈ দক্ষিণ এশিয়া থেকে লাতিন আমেরিকা, তরুণদের ঝড়ে টালমাটাল বিশ্ব রাজনীতি ◈ যে কারণে জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে বদলি করা হলো ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু ◈ বিতর্কিত বক্তব্যে সতর্ক করল জামায়াত, ক্ষমা চাইলেন মুফতি আমির হামজা ◈ আসাম রা‌জ্যে মুসলমান‌দের দমন কর‌তে ইসরা‌য়ে‌লি ম‌ডেল ব‌্যবহার কর‌তে চান ন‌রেন্দ্র মো‌দি ◈ আজ রাতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা, ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ◈ পিআর নিয়ে সরকারের কম কথা বলাই ভালো: শফিকুল আলম ◈ আ. লীগ ও তার দোসরদের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ করতে হবে: নাহিদ ইসলাম

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৫ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ. লীগ ও তার দোসরদের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ করতে হবে: নাহিদ ইসলাম

শুধু শেখ হাসিনা নয় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার দোসরদের চিরতরে নিষিদ্ধ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

রোববার (২১ সেপ্টেম্বর) জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৪৭ তম সাক্ষী নাহিদ ইসলামের জেরা শেষ করে শেখ হাসিনার স্টেট ডিফেন্স। পরে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ কথা বলেন তিনি। 

নাহিদ ইসলাম বলেন, এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ এসেছে ট্রাইব্যুনালের সামনে। শুধু শেখ হাসিনা নয় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার দোসরদের চিরতরে নিষিদ্ধ করতে হবে। এসময় দ্রুততম সময়ের মধ্যে দল হিসেবে আওয়ামী লীগ কে বিচারের আওতায় আনার দাবী করেন তিনি।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম কে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এর আগে সাক্ষ্য শেষ করে দায়ীদের  শাস্তি দাবি করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন ভিকটিমরা যেন ন্যায়বিচার পান। 

এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে আন্দোলনকারী ছাত্র সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি অফিসে নির্যাতন ও জিজ্ঞাসাবাদ করে বলে দ্বিতীয় দিনের সাক্ষ্য তে বলেন নাহিদ ইসলাম। এরপর সাক্ষ্য শেষে জেরা শুরু হয়। 

এ মামলায় ৪৭ জন জবানবন্দি নেয়া হয়েছে। আজ এ মামলায় ৪৮ তম সাক্ষী দেন আলী আহসান জুনায়েদ। যেখানে দায়ীদের বিচার চান তিনি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়