শিরোনাম
◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না: প্রধান উপদেষ্টা ◈ মাদরাসাপ্রধানদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা ◈ ‎তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন, ‎বসতভিটা হারিয়ে নিঃস্ব অনেক পরিবার ◈ ফরিদপুরে পদ্মায় ভরা মৌসুমেও ইলিশের হাহাকার, বাজারে আগুন ◈ একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের ◈ সুন্দরবনের উপকূলে নোয়াপাড়ার শতবর্ষী পানের হাটে কোটি টাকার লেনদেন, তবুও চাষিদের হতাশা ◈ স্যাটেলাইটের মাধ্যমে কুমির গবেষণা: যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বন বিভাগ উদ্বিগ্ন ◈ পানগুছি–বলেশ্বরের রূপালি ইলিশে জেলেপল্লীতে উৎসব, নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে ◈ ভারতে লুকিয়ে থাকা আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীকে যেভাবে ধরলো এফবিআই ◈ উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির টেন্ডারের কমিশন নিয়ে দর কষাকষির অডিও ফাঁস (ভিডিও)

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫, ০১:২২ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: ১৬ জনের বিচার শুরুর আদেশ, রাজসাক্ষী হতে চান সাবেক এসআই

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় আশুলিয়ায় সাতজনকে হত্যা ও ছয়জনের মরদেহ পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। 

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ট্রাইব্যুনালে হাজির করা আট আসামির উপস্থিতিতে এই আদেশ দেওয়া হয়। 

একইসঙ্গে আদালত এই মামলায় পলাতক সাবেক সাংসদ সাইফুল ইসলামসহ আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এদিকে, এই মামলার শুনানিকালে অভিযুক্ত পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আফজালুল হক নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেছেন।

এর আগে গত ৭ আগস্ট রাষ্ট্রপক্ষ তাদের অভিযোগ গঠন বিষয়ক শুনানি শেষ করে। প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম সেদিন ট্রাইব্যুনালে শুনানি করেন। এরপর গত ১৩ আগস্ট আসামিপক্ষের শুনানি শেষ হলে ট্রাইব্যুনাল আদেশের জন্য আজকের দিনটি ধার্য করেন।

এই মামলায় মোট ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে আটজনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তবে সাবেক সাংসদ সাইফুল ইসলামসহ বাকি আটজন এখনও পলাতক। 

পলাতক আসামিদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য সরকারি খরচে দুজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ১৬ জুলাই ট্রাইব্যুনাল পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। উৎস: বিজনেস স্ট্যান্ডার্ড।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়