শিরোনাম
◈ টাকা ফেরাতে আইন, প্রযুক্তি ও আন্তর্জাতিক সমন্বয়ে জোর দিচ্ছে সরকার ◈ দুর্বৃত্তের হামলায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ঢাবি শিক্ষার্থী নিহত ◈ যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না জানিয়ে বিজ্ঞপ্তি ◈ ব্যাটারি চালিত রিকশা বন্ধে কড়া বার্তা: তিন রিকশা ভাঙচুর, চালকদের ক্ষতিপূরণ ও বিকল্প আয়ের আশ্বাস ◈ যে কারণে বাংলাদেশে বিমানবন্দরে আটকানো হয়েছিলো কলকাতার অভিনেতা শাশ্বতকে! (ভিডিও) ◈ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার : প্রেস সচিব ◈ আ. লীগের নিবন্ধন বাতিলের পর সম্পদ বাজেয়াপ্তের দাবি উঠেছে, নেতারা এখন কি করবে?  ◈ প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক, পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ ◈ ভারত আবার বাড়াবা‌ড়ি কর‌লে আমরা চুপ থাকবো না: শহীদ আফ্রিদি ◈ ভারত শাসিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫১ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজাহান খানের উদ্দেশে উচ্চস্বরে প্রশ্ন  'মেলা জব্দ করছেন, এখন কেমন লাগে? উত্তরে যা বললেন তিনি

সকাল হতেই প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, শাহজাহান খান ও জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটির করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে। 

হত্যা ও হত্যাচেষ্টা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখাতে সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার মধ্যে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এনে প্রথমে হাজতখানায় রাখা হয়। এরপর একে একে তাদের আদালতের দ্বিতীয় তালায় ২৭ নং কোর্টে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের এজলাসে তোলা হয়। প্রভাবশালী সাবেক এসব মন্ত্রীদের আদালতে তোলার সময় প্রথমে বিমর্ষ মুখে উঠতে দেখা যায়।

এরপর একে একে শুনানি শেষে সালমান এফ রহমানকে মিরপুর থানার হত্যা মামলায়, শাহবাগ থানার হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলককে, বিমানবন্দর থানার হত্যাচেষ্টা ও উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় আতিকুল ইসলামকে, হাতিরঝিল থানার হত্যা মামলায় শাহজাহান খানকে এবং গুলশান থানার হত্যা মামলায় হাসানুল হক ইনুকে এবং আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাদের ভেতর হাসানুল হক ইনুকে গুলশান থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে তদন্ত কর্মকর্তা ৪ দিনের অনুমতি পেলেন।

এরপর পুনরায় তাদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট পরিয়ে হাজতখানার জন্য নেয়া হচ্ছিল। এজলাস থেকে নামার পর আদালতের সামনে রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় এক আইনজীবী শাহজাহান খানের উদ্দেশে উচ্চস্বরে প্রশ্ন করলেন, 'মেলা জব্দ করছেন, এখন কেমন লাগে?' তখনই হেসে শাহজাহান খান উত্তরে বলেন, 'খুব ভালো।

খুব ভালো।' এখানেই থেমে থাকলেন না সাবেক এ মন্ত্রী। শাহজাহান খান হাঁটতে হাঁটতে সাংবাদিকদের সঙ্গে রসিকতা করে ফের বলেন, 'আমাকে বলছে এখন কেমন লাগে, আমি বলছি খুব ভালো। খুব ভালো। উৎস: কালের কন্ঠ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়