শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি: বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা ◈ ফেরেশতাদের শব্দ রেকর্ড করলো নাসা? ◈ বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারির: শিক্ষার্থীদের বাংলামোটর অভিমুখে মিছিলের ঘোষণা  (ভিডিও) ◈ চরমোনাই পীরের সাথে জামায়াত আমীরের সাক্ষাৎ, বললেন ‘ঐক্য চাই’ ◈ খালেদা জিয়ার লিভার আপাতত প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না, ঝুঁকি নিতে চান না চিকিৎসকরা ◈ সমন্বয়কের বাড়ির দেয়ালে ‘মরার জন্য প্রস্তুত হ’ লিখে হুমকি, থানায় জিডি ◈ বৈষম্যবিরোধী ছাত্রদের দু'পক্ষের মারামারি; যা বললেন হাসনাত আবদুল্লাহ (ভিডিও) ◈ বাংলাদেশের ঋণ পরিশোধের মেয়াদ বাড়াতে সম্মত চীন ◈ শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করবে ডিএমপি ◈ জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম উল্টে দিতে পারবেন ট্রাম্প?

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০১:০১ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মাসুদ আলম

আমি একজন সেবক, আমি রেভিনিউ ট্যাক্স কালেক্টর না, আমার কাজ সেবা দেওয়া: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার

মাসুদ আলম: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আমি একজন সেবক। আমি রেভিনিউ ট্যাক্স কালেক্টর না। আমার কাজ সেবা দেওয়া। ঢাকা শহরে আমরা সেবক হতে চাই। থানায় জিডি হবে। জিডি হওয়ার ৪৮/৭২ ঘণ্টা পর নয়, ২/১ ঘণ্টার মধ্যে সাড়া দেবেন পুলিশ অফিসার। তিনি অভিযোগকারীর কাছে হাজির হয়ে অভিযোগ শুনবেন। গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা নেবেন। 

সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, গত ১৫ বছর পুলিশ বাহিনীতে ৮০ থেকে ৯০ হাজার সদস্যকে বিভিন্নভাবে পরিচয়( রাজনৈতিক)  নিশ্চিত পর নিয়োগ দেয়া হয়েছে। তাদেরকেতো  বলতে পারি না গো হুম। দুষ্টু যারা পেশাদারিত্বের বাইরে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তিনি আরও বলেন,  ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত বিশৃংখল অবস্থা রয়েছে ট্রাফিক আইন কেউ মানতে চায় না। তিনি বলেন, চাঁদাবাজি হচ্ছে কিন্তু সমাজ থেকে প্রতিরোধ করা না গেলে চাঁদাবাজি বন্ধ করা কঠিন।  আপনারা কেউ চাঁদা দিবেন না।  পুলিশ আপনাদের পাশে থাকবে। স্কুল কলেজের পাশে অভিভাবকদের বাসা নেওয়ার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর অনুরোধ জানান তিনি।  তিনি বলেন,  বিগত সরকার অটো রিক্সার অনুমতি দেওয়ার কারণে অটো রিক্সার সংখ্যা বেড়েছে অচিরেই একটি কমানোর না গেলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে নগরবাসীকে।

উদাহরণ দিয়ে কমিশনার বলেন, তেজগাঁও থানায় ৫০০ মামলা হোক সমস্যা নেই। সেজন্য আমি কমিশনার জবাবদিহি করব। কেন ৫০০ মামলা হলো। সেটার জবাব আমি দেব। মামলা হোক, জিডি হোক সমস্যা নেই, কিন্তু কোনো ঘটনা যেন হাইড না থাকে। যে ঘটনায় মামলা হওয়ার কথা সেটার জন্য মামলাই নিতে হবে, যেটার জন্য জিডি নেওয়ার কথা সেটার জিডিই হতে হবে। 

নতুন একটি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, আগে জিডি হওয়ার পরে ৪৮/৭২ ঘণ্টা পর তদন্তকারী কর্মকর্তা যোগাযোগ করতো বা ঘটনাস্থলে যেতো। কিন্তু এখন সে সময় পর্যন্ত যেন অপেক্ষা করতে না হয়, জিডি নথিভুক্ত হওয়ার ১/২ ঘণ্টার মধ্যে অফিসার যেভাবেই হোক ঘটনাস্থলে যাবেন বা অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করেন সে ব্যবস্থা চালু হবে। তিনি অভিযোগকারীর বক্তব্য শুনবেন সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। মামলা নেওয়ার মতো ঘটনা হলে অভিযোগকারীকে থানায় ডেকে নিয়ে মামলা গ্রহণ করবেন। তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করবেন। 

তিনি বলেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এই ব্যবস্থা চালু হবে। সেজন্য নতুন লোক প্রশিক্ষিত করা হচ্ছে। এক সপ্তাহের প্রশিক্ষণ দিয়ে তাদের থানায় থানায় পাঠানো হবে। আমি চাই সেবা দিতে রেসপন্স টাইম কমিয়ে নিয়ে আসা। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পুলিশি সহায়তা পান। 

এসময় ডিএমপির অতিরিক্ত কমিশনাররা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়