শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২২, ১১:২২ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২২, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিপো মালিক ও সরকারি তদারকির গাফিলতিতে সীতাকুন্ডের অগ্নিকান্ড: তদন্ত প্রতিবেদন

সীতাকুন্ডে অগ্নিকান্ড

খালিদ আহমেদ: বিএম কনটেইনার ডিপোসহ সংশ্লিষ্ট সরকারি তদারকি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে চট্টগ্রামের সীতাকুন্ডে ভয়াবহ অগ্নিকান্ড ও বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটেছে। ওই ঘটনার ১ মাস পর চট্টগ্রাম বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুধবার বিকেলে বিভাগীয় কমিশনারের কাছে ১৯ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। এছাড়া প্রতিবেদনের সঙ্গে ৩০০ পৃষ্ঠার বিভিন্ন নথি ও জবানবন্দিও জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে সংশ্লিষ্ট আইন সংশোধনসহ ২০টি সুপারিশ করা হয়েছে।

এই তদন্ত কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, অগ্নিকান্ড ও বিস্ফোরণের ঘটনায় ডিপো কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সরকারি তদারকি প্রতিষ্ঠানকে দায়ী করে প্রতিবেদন দেওয়া হয়েছে।

মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিস্ফোরণের কারণ, এর জন্য দায়ী ও সুপারিশকে সামনে রেখে তদন্ত করা হয়। সংশ্লিষ্ট ২৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। হাইড্রোজেন পার-অক্সাইড ভর্তি একটি কনটেইনার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। 

গত ৪ জুন রাতে সীতাকুন্ডের বি এম ডিপোতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ৫০ জন মারা গেছেন এবং প্রায় দেড়শ জন আহত হয়েছেন।

ঘটনা তদন্তে পরদিন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।

কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, কাস্টমস কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়