শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২২, ১০:০৪ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২২, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ লাখ ১০ হাজার মে. টন চাল মজুদ রয়েছে: সংসদীয় কমিটি

সংসদীয় কমিটি

মনিরুল ইসলাম: একাদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৯ম বৈঠক আজ কমিটির সভাপতির জনাব দীপংকর তালুকদার এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ এবং মোঃ আয়েন উদ্দিন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ করা এবং বাজার মূল্য কমিয়ে সহনশীল পর্যায়ে রাখার লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। দেশে খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। 

জানা যায়, বৈঠকে জানানো হয় যে, জেলা ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ইতোমধ্যে ৮৩,১৫,১০০/- টাকা জরিমানা করা হয়েছে।

ইউনিয়ন পর্যায়ে অতি দরিদ্রদের জন্য প্রতি কেজি চাল ১০/- টাকা হারে বিতরণের কার্যক্রম অব্যাহত আছে। ২০২১-২২ অর্থ-বছরে সেপ্টেম্বর হতে এপ্রিল পর্যন্ত ৭,৫০,০৩৭ মে.টন চাল বিতরণ করা হয়েছে। উপকারভোগী পরিবারের সংখ্যা বাড়িয়ে ৫০ লক্ষ হতে ৫০,১০,৫০৯ এ উন্নিত করা হয়েছে।  

বৈঠকে আরো জানানো হয়, দেশের খাদ্য ঘাটতি পুরণের উদ্দেশ্যে জুন/২০২২ পর্যন্ত ১২ লক্ষ ১০ হাজার মে.টনের অধিক গুদামজাত করা হয়েছে। আধুনিক খাদ্য সংরক্ষণাগার ও দেশের বিভিন্ন স্থানে ধান শুকানো, সংরক্ষণ ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদিসহ আধুনিক মানের সাইলো নির্মানের কাজ অব্যাহত আছে।

খাদ্য মনিটরিং ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন স্থাপনায় সিসি ক্যামেরা, সোলার প্যানেল এবং আনুষঙ্গিক সুবিধাদি স্থাপন কার্যক্রম চলমান রয়েছে। বৈঠকে বাজার মনিটরিং এর কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করে খাদ্যদ্রব্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখার জন্য সকলের সহায়তা কামনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়