সাদেক আলী: [২] পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের পরিবারের মালিকানাধীন গুলশানের চারটি ফ্ল্যাট রক্ষণাবেক্ষণের দায়িত্ব দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দিয়েছেন আদালত। গোপালগঞ্জ ও মাদারীপুরে তাদের যেসব কৃষিজমি রয়েছে, সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার কৃষি কর্মকর্তাকে। মৎস্য ও প্রাণীর খামার দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রাণিসম্পদবিষয়ক কর্মকর্তাকে।
[৩] বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের এসব সম্পদ থেকে যে আয় হবে, তা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।
[৪] দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বৃহস্পতিবার এই আদেশ দেন।
[৫] বৃহস্পতিবার দুদকে হাজির হওয়ার জন্য সাবেক আইজিপিকে নোটিশ করা হয়েছিলো। তিনি আইনজীবীর মাধ্যমে ১৫ দিনের সময় চাইলে দুর্নীতি দমন কমিশন ১৭ দিন সময় দিয়েছে। বেনজীর আহমেদের বিষয়ে ২৩ জুন শুনানি করবে দুদক। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আপনার মতামত লিখুন :