শিরোনাম
◈ তেল আমদানি এখনো পুরনো দামে, যুদ্ধ দীর্ঘ হলে পরিস্থিতি পুনর্বিবেচনা হবে: সালেহউদ্দিন আহমেদ ◈ ট্রাম্পের আকস্মিক জি-সেভেন সম্মেলন ত্যাগ: ইরান-ইসরায়েল নয়, আরও বড় কিছু ঘটছে? ◈ জুলাই মাসের মধ্যে `জাতীয় সনদ' তৈরি করতে পারবো: আলী রীয়াজ ◈ ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করল জামায়াতে ইসলামী ◈ নেতানিয়াহুর ঔদ্ধত্যে ইসরায়েলের সামরিক অহংকার চূর্ণ, ইতিহাসে ফিরছেন আহমদ চালাবির ছায়া:হামিদ মীর ◈ ইরান-ইসরায়েল সংঘাতে জি-৭ নেতাদের বিবৃতি: ইসরায়েলের পক্ষে অবস্থান, ইরানকে ‘সন্ত্রাসের উৎস’ আখ্যা ◈ ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল ২১ মুসলিম দেশ ◈ ভয়াবহ যুদ্ধের ই‌ঙ্গিত দি‌য়ে  ইরা‌নের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছাড়তে বললেন ডোনাল্ড ট্রাম্প ◈ ইসরায়েল ইরানে পরমাণু বোমা ফেললেই, পাকিস্তান পরমাণু হামলা চালাবে নেতানিয়াহুর দেশে, এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ? ◈ দেখা হলে সাকিবকে  জিজ্ঞাসা করবো কেন আমার বিরু‌দ্ধে ভুল তথ্য দি‌য়ে‌ছি‌লেন : তা‌মিম ইকবাল

প্রকাশিত : ৩০ মে, ২০২৪, ০৭:৩৩ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৪, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাবিকদের ভিসা জটিলতা নিরসনে আইএমও’র সহযোগিতার আশ্বাস

আনিস তপন: [২] বাংলাদেশি নাবিকদের বিভিন্ন দেশের সমুদ্রবন্দরে নামতে ভিসা জটিলতা নিরসনে সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশনের (আইএমও) মহাসচিব আর্সেনিও অ্যান্টোনিও ডোমিনগেজ ভেলাসকো। 

[৩] বৃহস্পতিবার সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

[৪] তিনি বলেন, বাংলাদেশের নাবিকরা যখন জাহাজে করে বিভিন্ন দেশে যান, সেখানে তাদের অফশোরে নানা অসুবিধা হয়। অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়, জাহাজ থেকে নামতে পারেন না। বিষয়গুলো আমরা তুলে ধরেছি। এটা শুধু এই দেশের না, অনেক দেশেরই নাবিকদের এ ধরনের ঘটনা ঘটে।

[৫] আইএমওর মহাসচিব সংস্থাটির পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন। এই সমস্যাটা করোনা মহামারির পর বেড়ে গেছে। মহাসচিব আশাবাদী যে, এ সমস্যা তিনি সমাধান করতে পারবেন। নাবিকরা যাতে অফশোরে যেতে পারে। ভিসা জটিলতা যাতে না থাকে এ বিষয়ে তিনি সফল হবেন; এটা তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

[৬] তিনি বলেন, এখানে শিপ রিসাইক্লিং বিষয়ে হংকং কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। সেখানে যাতে আইএমও আমাদের সম্পুর্ণভাবে সমর্থন করে, সে বিষয়ে অনুরোধ জানিয়েছি। এ বিষয়ে তিনি আমাদের আশ্বস্ত করেছেন।

[৭] গ্রিন শিপইয়ার্ড করার ব্যাপারে এবং এবং ডিকার্বনাইজেশনের ব্যাপারে বাংলাদেশ যে নেতৃত্ব দিচ্ছে, আইএমও ফ্লোরে একটা প্রেজেন্টেশন দিয়েছি গত বছর। মহাসচিব সেটা অ্যাপ্রিশিয়েট করে বলেছেন, এ ব্যাপারে তিনি আমাদের সাহায্য করবেন।

[৮] তাছাড়া বাংলাদেশ মানসম্পন্ন জাহাজ তৈরী করছে। এটা যে শুধু অভ্যন্তরীণ প্রয়োজনে নয়, রপ্তানিও করছি এই বিষয়েও তিনি অবহিত আছেন বলে আমাদের জানিয়েছেন।

[৯] প্রতিমন্ত্রী আরো বলেন, আইএমও মহাসচিব শুক্রবার চট্টগ্রাম বন্দরে যাবেন। সেখানে তিনি শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করবেন। মেরিন একাডেমিতে তিনি নাবিকদের সঙ্গে একটা সভাতেও যোগ দেবেন। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়