খাদেমুল বাবুল : বুধবার সকাল ৯ টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। বন্যা পরিস্থিতি উন্নতি হতে শুরু করলেও এখনো পানিবন্দী জেলার ৩০টি ইউনিয়নের অন্তত ৭০ হাজার মানুষ।
দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার এবং গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। পাঠদান বন্ধ হয়েছে ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে। ডুবে গেছে দুই হাজার হেক্টর জমির ফসল।
বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারিভাবে জেলায় ৩৫০ মেট্রিক টন চাল ও নগদ ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৮০টি মেডিকেল টিম, ৪৬১টি আশ্রয় কেন্দ্র ও ৪ হাজার প্যাকেট শুকনো খাবার।
আপনার মতামত লিখুন :