শিরোনাম

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৩, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে বিদ্যুৎপৃষ্টে বাংলাদেশি তরুণের মৃত্যু

নিহত জাহিদ জনি

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: সৌদিআরবের রাজধানী রিয়াদে বিদ্যুতায়িত হয়ে জাহিদ জনি নামের এক তরুণ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। নিহত জাহিদ জনি কুমিল্লা জেলার বুড়িচং থানার বাজোহারা গ্রামের আবদুর রশিদের সন্তান ।

জানা যায়, রিয়াদ এয়ারপোর্টের কাছাকাছি মেট্রোরেলের একটি সাইটে কর্মরত ছিলেন জাহিদ জনি ।নিহত জাহিদ জনি নামের ঔ তরুণ যুবক গতকাল বুধবার দুপুরের খাবার খেয়ে কাজের সাইটের এক ফিল্টার ফ্রিজ থেকে পানি পান করতে যায়। পানকৃত ফ্রিজটি যা আগে থেকেই কোনভাবে বিদ্যুতায়িত হয়ে ছিল।জাহিদ পানি পান করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

গত ৪ বছর ধরে সৌদি প্রবাসী জাহিদ জনি রিয়াদের হাইয়াল ওজারা বা হারা এলাকাতে থাকতেন। নিহত জাহিদের মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে ।নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিম ঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে ।সম্পাদনা: জেরিন আহমেদ

প্রতিনিধি/জেএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়