শিরোনাম
◈ নিষেধাজ্ঞা পাওয়ার ব্যক্তিদের নাম প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র: ডোনাল্ড লু ◈ ভিসা নিষেধাজ্ঞার তালিকাটা খুব বড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বৈশ্বিক সংকট কাটাতে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রয়াস দরকার: প্রধানমন্ত্রী ◈ ভিসা নিষেধজ্ঞা কার্যকর সরকারের ওপরে আন্তর্জাতিক মহলের অনাস্থার প্রতিফলন : শামা ওবায়েদ ◈ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ওপর আজ থেকে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ◈ ‘বেশি কিছু চাইনি, সরকারকে পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি মাত্র’ ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের ◈ রোহিঙ্গাদের জন্য আরো ১১ কোটি ৬০ লাখ  ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ◈ রাজধানীতে বৃষ্টিতে জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু ◈ আন্দোলন কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০৭:৫৮ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৩, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে কানাডায় বিক্ষোভ

মানববন্ধন ও বিক্ষোভ করেছে কানাডা আওয়ামী লীগ

কানাডা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কানাডা আওয়ামী লীগ। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ জুন) দুপুরে  মন্ট্রিয়ল শহরের সেইন্ট ক্যাথেরিন এলাকায় এই বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, সম্প্রতি বাংলাদেশেররাজশাহীতে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান করে। আমরা বাংলাদেশ আওয়ামীলীগ ও স্বাধীনতার পক্ষের কানাডা প্রবাসীরা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ এর উপযুক্ত বিচার দাবি করছি। 

মানববন্ধনে প্রধানবক্তা ছিলেন, কানাডা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান। 

এছাড়া আরও বক্তব্য রাখেন- কানাডা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ সভাপতি সৈয়দ রহমতউল্লাহ, মুক্তিযুদ্ধ গবেষক তাজুল মোহাম্মদ, সাংস্কৃতিক সংগঠক রনজিত মজুমদার, বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক হাওলাদার, আওয়ামী লীগ নেতা আবদুল গণি, মাসুদ সিদ্দিকী, ইয়াহিয়া আহম্মেদ, মোতাহীর মিয়া, আল আমিন সিকদার, অপু ধর, সিবিএস সভাপতি জিয়াউল হক জিয়া, আসন্ন ৩৭তম ফোবানার আহ্বায়ক সাংবাদিক মনিরুজ্জামান, যুবনেতা শাকিল আহম্মেদ, সাইফুল ইসলাম, সুলতান আহম্মেদ প্রমুখ।

এসএম/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়