শিরোনাম
◈ আদানির দুই ইউনিট থেকেই ২৫ জুন বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা ◈ বিএনপির সঙ্গে সংলাপের প্রদীপ এখনো নিভেনি: ওবায়দুল কাদের ◈ ঢাকায় সমাবেশ করার অনুমতি পেল জামায়াত ◈ এবার ‘বৃহত্তর নেপাল’ মানচিত্রে বাংলাদেশ! ◈ ইউক্রেনকে ২০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে আমেরিকা ◈ সিরাজুূল আলম খানের প্রতি  শ্রদ্ধা নিবেদন বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে ◈  ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত ◈ বিএনপির সঙ্গে সংলাপ নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন: তথ্যমন্ত্রী ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল ◈ বৈশ্বিক কারণেই বিভিন্ন সমস্যা চলছে, শিগগিরই সংকট কেটে যাবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২ মে, ২০২৩, ০১:৪৮ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৩, ০১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ স্থায়ী মিশনে 'মুক্তিযোদ্ধা কর্ণার' চান প্রবাসী মুক্তিযোদ্ধারা

প্রবাসী মুক্তিযোদ্ধারা

ইমা এলিস, নিউ ইয়র্ক: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে একটি মুক্তিযোদ্ধা কর্ণার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধারা। স্থানীয় সময় শনিবার (২০ মে) জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁর পার্টি হলে অনুষ্ঠিত প্রয়াত মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূঁইয়ার শোকসভা ও দোয়া মাহফিলে এ দাবি জানান প্রবাসী মুক্তিযোদ্ধারা। যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটার‌্যান্স ১৯৭১ উক্ত শোকসভার য়ায়োজন করেন।

প্রবাসী মুক্তিযোদ্ধাদের উক্ত দাবির প্রেক্ষিতে অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বলেন, মুক্তিযোদ্ধাদের সন্মানে যা করার দরকার আমি তা করতে প্রস্তুত আছি। 

সভা পরিচালনা করেন মুক্তিযোদ্ধা কৃষিবিদ মকবুল তালকদার। সাবির্ক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটার‌্যান্স এর জেনারেল সেক্রেটারি ফারুক হোসেন। দোয়া পরিচালনা করেন আবুল কাশেম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুর রহমান, ভাইস কনসাল নাজমুল আহসান, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, সর্ববীর মুক্তিযোদ্ধা গোলাম খান মিরাজ, আব্দুল বাতেন, ইসমাইল খান আনসারী, শরাফ সরকার, খোরশেদ আনোয়ার বাবুল ও ফারুক হোসেন। আওয়ামী লীগ নেতা সোলায়মান আলী, কামরুজ্জামান হীরা, কবি হাসান আব্দুল্লাহ, মমতাজ শাহনাজ, বদরুজ্জামান খান, আহসান কিবরিয়া অনু, জয়নাল আবেদীন, শাহাদত হোসেন, আহনাফ আলম, কামাল উদ্দীন,  মনির হোসেন মনির, আলী হোসেন কিবরিয়া, নুরুল ইসলাম, স্বীকৃতি বড়ুয়া, সালেয়া ইসলাম ও অ্যাড. রুবাইয়া রহমান প্রমুখ।

শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে বক্তারা বলেন, বিএনপি জামাত ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধারা দেশে থাকতে পারবে না। আওয়ামী লীগ নেতাকর্মিদের নির্বিচারে হত্যা করবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে প্রবাসীদের এগিয়ে আসতে হবে উল্লেখ করেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধারা।

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়