শিরোনাম
◈ ‘সুষ্ঠু নির্বাচন হলে জিএসপি প্লাস সুবিধা পাবে বাংলাদেশ’ ◈ সৌদি পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী ◈ ২৮ মের নির্বাচনে জিতবে তুরস্কের সাড়ে ৮ কোটি মানুষ: এরদোগান ◈ পাকিস্তানে তুষার ধসে নিহত ১১, আহত ২৫ ◈ দেশের সব বিমানবন্দরে কোভিড বিধিনিষেধ তুলে নিল বেবিচক ◈ ‘বিএনপি নেতাকর্মীদের জন্য বাড়ি আর কারাগারের মধ্যে পার্থক্য নেই’ ◈ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাহাথির: পরিকল্পনামন্ত্রী ◈ বিশ্ব জেনে গেছে এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি: ড. মোশাররফ ◈ বিএনপি থেকে বহিস্কৃত ১২ নেতা গাজীপুর সিটিতে কাউন্সিলর নির্বাচিত  ◈ বিএনপি আন্দোলন করে কোনভাবেই বৈধ সরকারের পতন ঘটাতে পারবে না: কৃষিমন্ত্রী

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৪:৩২ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্টারপোলের রেড নোটিশের পর দুবাইয়ে ফাঁকা আরাভ জুয়েলার্স

আরাভ খান

মাজহারুল ইসলাম: ইন্টারপোলের রেড নোটিশ জারির পর আরাভ খান হঠাৎ তার সোনার দোকান ‘আরাভ জুয়েলার্স’ ফাঁকা করে ফেলেছেন। এমন কিছু ছবি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, তার সেই সোনার দোকানটি পুরোপুরি ফাঁকা। সেখানে নেই কোনো স্বর্ণালংকার। দোকানের সামনে পড়ে আছে কথিত ৬০ কেজি সোনা দিয়ে বানানো বাজপাখি ও বাঘের লোগো।

এর আগে অনুসন্ধানে পুলিশ নিশ্চিত হয় ‘আরাভ খান’ নাম ধারণ করে দুবাইয়ে পাড়ি জমানো এই ব্যক্তিই পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আপন। এরপরই তার বিরুদ্ধে কীভাবে আইনি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে তৎপর হয় পুলিশ। ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করা হয়। যোগাযোগ করা হয় ভারত ও দুবাইয়ের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও। দ্রুত তাদের সাড়াও মেলে। এরপরই আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ, ভারত ও দুবাইয়ের আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। 

রেড এলার্ট জারির পর থেকে দুবাইয়ের আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। তারা আরাভ খানের মামলার এজাহার, অভিযোগপত্র, আদালতে জমা দেওয়া আসামিদের ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আদালত থেকে জারি করা বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছেন।

আরাভ যে বাংলাদেশের নাগরিক, তা নিশ্চিত করতে তার বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্রসহ সব কিছু বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতে রূপান্তর করে পাঠানো হয়েছে। এসব নথিপত্র পাওয়ার পর তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কাজ শুরু করেছে দুবাইয়ের আইনশৃঙ্খলা বাহিনী। সম্পাদনা: রাশিদ 

এমআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়