ওবায়দুল হক মানিক, আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এয়ারপোর্ট ডিউটি ফ্রী'র মেগা র্যাফেল ড্রতে ৩৫ মিলিয়ন দিরহাম বিজয়ী হয়েছেন আল আইন প্রবাসী ভাগ্যবান বাংলাদেশি মোহাম্মদ রেফুল। কর্তৃপক্ষ বারবার চেষ্টা করেও টেলিফোনে পাচ্ছিলেন না। পরে যদিও তার সাথে যোগাযোগ সম্ভব হয়। তিনি গত ১০ ডিসেম্বর তার টিকেট ক্রয় করেছিলেন।
মোহাম্মদ রেফুল একজন পিকআপ ড্রাইভার এবং বিগত ৯ বছর ধরে তিনি ডিউটি ফ্রী'র টিকেট কিনে আসছেন। এবার তার ভাগ্যবান টিকেটটি তিনি তার ২০ জন বন্ধুর সাথে মিলে কিনেছেন এবং সবার সাথে পুরস্কারের অর্থ তিনি সমানভাবে ভাগ করে নেবেন বলে জানিয়েছেন।
বিগত ১২ বিছর ধরে তিনি আমিরাতে বসবাস করছেন এবং ভাবেননি যে ভাগ্য তার প্রতি এতটা সুফল হবে। রেফুল এখনো জানেন না লটারিতে বিজয়ী এই অর্থ দিয়ে তিনি কি করবেন। এবারের মেগা ড্রটি ছিল এ যাবৎ কালের সর্বোচ্চ অংকের ড্র অর্থাৎ ৩৫ মিলিয়ন দিরহামের। এর আগে এত বড় ড্র আর হয় নি।
প্রতিনিধি/এনএইচ
আপনার মতামত লিখুন :