শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৩:১৩ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকদের আচরণে ‘বিরক্ত’ রিপন মিয়া

ঢাকা থেকে কয়েকজন টিভি চ্যানেলের সাংবাদিক বিনা অনুমতিতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বাড়িতে ঢুকে মহিলা সদস্যসহ তার পরিবারের ভিডিও ধারণ করেছেন। সাংবাদিকদের এমন আচরণে বিরক্ত ও হতাশ হয়েছেন তিনি।

সোমবার (১৩ অক্টোবর) এমন ঘটনার পরিপ্রেক্ষিতে সেই সাংবাদিকদের উদ্দেশ্যে একটি ফেসবুক পোস্ট দেন রিপন মিয়া। সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই পোস্ট।

পোস্টে রিপন মিয়া লিখেছেন, আমি রিপন মিয়া। আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি ২০১৬ সাল থেকে দীর্ঘ ৯ বছর ধরে এই স্থানে আসতে পেরেছি। এই সময়ে আমার দ্বারা কারও ক্ষতি করার কোনো রেকর্ড নেই। এমনকি যেকোনো কনটেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সব সময় সাড়া দিয়েছি। আল্লাহর অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে, তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়।

পোস্টে তিনি আরও লিখেছেন, আজ সোমবার, ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন। তারা কারও অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান।

পড়াশোনা ও শিক্ষিত প্রসঙ্গে বিষয়ে রিপন মিয়া লিখেন, আমি পড়াশোনা করতে পারিনি। স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনই তারা মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি।

পোস্টে রিপন মিয়া লিখেন, টিভি চ্যানেলের নাম চাইলেই আমি প্রকাশ করতে পারতাম। তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনই আমার ছিল না। এই ঘৃণ্য কাজটি যারা করেছেন, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে, তাহলে আমারও আর কিছুই বলার নেই। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন।

পোস্টে ‘মামুন কুষ্টিয়া’ নামে একজন কমেন্টে লিখেছেন, শুধু একাডেমিক শিক্ষা থাকলে তাকে সুশিক্ষিত বলা যাবে না। কন্টেন্ট ক্রিয়েশন এর মাধ্যমে আপনি মানুষকে বিনোদন দিয়েছেন, পাশাপাশি অনেক সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। আপনার এই কর্মকাণ্ড অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যের কাজ অন্যরা করবে আপনার কাজ আপনি করতে থাকুন। শুভকামনা রইল।

এসকে ইমরান নামে আরেকজন লিখেছেন, আপনার হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কিন্তু পারিবারিক যে শিক্ষা আপনার রয়েছে, তা অনেক উচ্চশিক্ষিত মানুষের মাঝেও নেই। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করছি যারা এমনটা করেছে তারা প্রকাশ্য ক্ষমা চাইবেন তার পরিবারের নিকট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়