শিরোনাম
◈ শেখ হাসিনার পাশে না থাকলে ভাইয়ের মতো আমাকেও ক্রসফায়ার দেওয়া হতো: আদালতে নাসা গ্রুপের চেয়ারম্যান ◈ সিরিজের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছে ধাক্কা খেলো অস্ট্রেলিয়া ◈ মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে নাম সরিয়ে নিলেন  ◈ শিল্পের পর আবাসিকেও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব  ◈ আয়নাঘরে বন্দী থাকা কক্ষ শনাক্ত করে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ অপারেশন ডেভিল হান্টে ৫৯১ জনসহ সারাদেশে গ্রেপ্তার ১৬৮৬ ◈ ড. ইউনূস-মোদির আরব আমিরাতে বৈঠক হবে কি? ◈ বাজারে সয়াবিন তেলের সংকট কতদিনে কাটবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা ◈ এস আলম পরিবারের ৫ হাজার ১০৯ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তারেক রহমানকে কটূক্তি, ৫ প্রবাসীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ১০:১৮ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিপিজেএ সভাপতি হারুণ, সম্পাদক লিথো নির্বাচিত

মনিরুল ইসলাম  : বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেইলের হারুন জামিল এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ পোস্টের শওকত আলী খান লিথো। 

শনিবার বাংলাদেশ সংসদ ভবনের এলডি হলে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভার পর ভোট অনুষ্ঠিত হয়। সভাপতি ও কার্যনির্বাহী সদস্য পদে শুধু নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

সহসভাপতি পদে ফয়েজ উল্লাহ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান, অর্থ সম্পাদক পদে শাহজাহান মোল্লা, এবং দফতর সম্পাদক পদে নাজমুল ইসলাম তানিম আহমেদ নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন মশিউর রহমান , মনিরুল ইসলাম , রফিকুল ইসলাম সবুজ , জাহাঙ্গীর কিরণ, এবং হাবিবুর রহমান পঞ্চায়েত।

সভাপতি হারুন আল রশীদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক  নাফিজা দৌলার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) এমদাদুল হক।

উপপরিচালক নীলুফার ইয়াসমিন এবং সহকারী পরিচালক মো. শোয়াইব নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সহকারী পরিচালক কুদরত উল হক নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়