শিরোনাম

প্রকাশিত : ২৫ মে, ২০২৪, ০১:৩০ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৪, ০১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিত্রনামা: রওশন জান্নাত রুশনী 

সিন্ধু -হিন্দোলে
সঞ্চিতা ঝিঙে ফুল
নতুন চাঁদের চিত্রনামা
চন্দ্রবিন্দু নজরুল। 

সাম্যবাদী ছায়ানট
সর্বহারা ভাঙ্গার গানে
অগ্নিবীনা বিষের বাঁশি
প্রলয় শিখা জ্বালায় প্রাণে। 

চক্রবাকে পুবের হাওয়া
সন্ধ্যা'র পারাবারে
ফনিমনসার মরু ভাস্কর 
জিঞ্জির কারাগারে।

ব্যাথার দানে মৃত্যু ক্ষুধা 
কুহেলিকার ফুল
বাউন্ডুলের আত্মকাহিনী
বাঁধনহারা নজরুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়