প্রতিদিন একটি ফল খাওয়ার জন্য কমলালেবু একটি উৎকৃষ্ট পছন্দ। ভিটামিন সি সমৃদ্ধ এই ফল নিয়মিত খেলে শরীর ও স্বাস্থ্য উভয়ই উপকৃত হয়। বিশেষ করে শীতের মৌসুমে কমলালেবু সহজে পাওয়া যায় এবং গুণমানও ভালো থাকে। চলুন, জেনে নিই কমলালেবু খাওয়ার কিছু উপকারিতা।
ইমিউনিটি বাড়ায়: ভিটামিন সি থাকায় শরীর রোগ প্রতিরোধ ক্ষমতায় সক্ষম হয়।
ত্বক ও চুলের যত্ন: নিয়মিত খেলে ত্বক উজ্জ্বল এবং চুল মজবুত থাকে।
হৃদযন্ত্রের সুস্থতা: পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টস থাকার কারণে হার্ট সুস্থ থাকে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে।
হজম শক্তি বাড়ায়: ফাইবার সমৃদ্ধ হওয়ায় খাবার সহজে হজম হয়।
কমলালেবু খাওয়ার সময় খালি পেটে না খাওয়া ভালো। দুপুরের খাবারের পর খাওয়াই অনেক বাড়িতে প্রচলিত।
চুল ও ত্বকের জন্য ব্যবহার:
কমলার খোসা ফেলে না দিয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করলে তা দিয়ে ফেসপ্যাক বা ফেসস্ক্রাব বানানো যায়। মধু, অলিভ অয়েল বা দুধের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের কালচে দাগ কমে, ত্বক টানটান ও উজ্জ্বল হয়।
সূত্র : এবিপি বাংলা