শিরোনাম
◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ  ◈ ৯১ সালে জামায়াত সমর্থন না দিলে বিএনপি এ পর্যায়ে আসতো না: তাহের ◈ ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কী কিছুটা বেকায়দায় পড়েছে ◈ সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত ◈ মনোনয়ন নয়, দল ও দেশ বড়—মনোনয়নবঞ্চিতদের প্রতি তারেক রহমানের আহ্বান

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৯:৩৪ সকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অফিসে যাওয়ার আগে ঝটপট রান্না: সময় বাঁচানোর ৬টি কার্যকর কৌশল

রান্নার জন্য পর্যাপ্ত সময় দিতে হয়, এটা অস্বীকার করার উপায় নেই। সঠিকভাবে রান্না না করলে যেমন স্বাদ ঠিক আসে না, তেমনি অর্ধেক মনোযোগে করা রান্না খাওয়ার আনন্দও নষ্ট করে দেয়। কিন্তু আজকের ব্যস্ত জীবনে প্রতিদিন ধৈর্য ধরে রান্না করা অনেক সময়ই সম্ভব হয় না।

বিশেষ করে সকালে অফিসের তাড়া, শিশুর স্কুল, সংসারের কাজ সব মিলিয়ে অনেক গৃহিণীই হিমশিম খান। তাই সময় কম থাকলে ঝটপট কিছু রান্নার কৌশল জানা থাকলে দিনটা অনেক সহজ হয়।

আসুন জেনে নেওয়া যাক চটজলদি রান্না করার কিছু সহজ টিপস -

১. পরিকল্পনা তৈরি রাখুন

সপ্তাহে একদিন সময় বের করে ভেবে নিন, কোন দিন কী রান্না করবেন। সেই অনুযায়ী বাজার করে রাখুন প্রয়োজনীয় উপকরণগুলো। এতে প্রতিদিন সকালে বা রাতে দাঁড়িয়ে ভাবতে হবে না ‘কাল কী রান্না করবেন। সব কিছু হাতের কাছে থাকলে রান্না হবে চটজলদি অন্যদিকে সময় বাঁচবে।

২. সবজি কেটে ধুয়ে রাখুন

সময় বাঁচাতে আগের দিন রাতেই সবজি কেটে ধুয়ে রাখুন। এতে সকালে উঠে তাড়াহুড়ার মধ্যে সবজি কাটার ঝামেলা থাকবে না। অনেকে ছুটির দিনেই সবজি কেটে এয়ারটাইট কৌটো বা ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিনে। এতে শুধু রান্নার সময় হাতের কাছে সবকিছু পাওয়া যায়, কাজও হবে অনেক সহজ ও দ্রুত।

৩. আদা-রসুন বেটে রাখুন

রসুনের খোসা ছাড়ানোতে অনেক সময় লাগে। তাই ছুটির দিনে একসঙ্গে অনেক পরিমাণের রসুন ও আদার খোসা ছাড়িয়ে নিন। এরপর আলাদা আলাদা করে বেটে ফ্রিজে সংরক্ষণ করুন। প্রয়োজনে আইস কিউব ট্রে ব্যবহার করে ছোট ছোট ভাগে জমিয়ে রাখতে পারেন। এতে প্রতিদিন রান্নার সময় আদা-রসুন বাটার ঝামেলা থেকে মুক্তি পাবেন।

৪. মাছ-মাংস ম্যারিনেট করে রাখুন

রান্নার সময় বাঁচাতে আগের দিন রাতেই মাছ বা মাংস ধুয়ে ম্যারিনেট করে রাখুন। মাছে লবণ ও হলুদ মাখিয়ে রাখতে পারেন। মাংসে চাইলে টক দই মিশিয়ে রাখুন। এতে রান্নার সময় মাছ-মাংস দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং স্বাদও ভালো থাকবে।

৫. চাল-ডাল ভিজিয়ে রাখুন

যেদিন ডাল রান্না করবেন, তার আগের দিন রাতেই ডাল পানিতে ভিজিয়ে রাখুন। এতে ডাল দ্রুত সেদ্ধ হয়। সকালে ঘুম থেকে উঠে চালও পানি ভিজিয়ে রাখুন। এতে চালও সেদ্ধ হতে বেশি সময় নেবে না। রান্নাও হবে অনেক দ্রুত।

৬. ঢাকা দিয়ে রান্না করুন

উচ্চ আঁচে রান্না করলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হতে পারে। তাই কম আঁচে রান্না করুন এবং সবসময় ঢাকা দিয়ে ঢেকে রান্না করুন। এতে খাবার দ্রুত সেদ্ধ হবে এবং পুষ্টিগুণও অটুট থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়