শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৪৫ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাফেজ তাকরিম'কে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

উপজেলা প্রশাসনের সংবর্ধনা

আরমান কবীর, টাঙ্গাইল : নাগরপুর উপজেলার কৃতি সন্তান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী হাফেজ সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা দিয়েছে নাগরপুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি ও বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুছ ছামাদ, টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোহাম্মদ আলী, সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সালেহ আহমদ তাকরিম ৪২ তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নাগরপুর-টাঙ্গাইল তথা পুরো বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে মক্কার পবিত্র হারাম শরিফে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়।

নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের একটি গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে সালেহ আহমদ তাকরিম আন্তর্জাতিক কুরআন হিফজের বড় এই প্রতিযোগিতায় বিশ্বের ১১১ টি দেশের ১৫৩ জন হাফেজ এর মধ্যে এই তৃতীয় স্থান হওয়ার বড় গৌরব অর্জন করেছে।সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়