শিহাব আহমেদ শাহিন (ফেসবুক থেকে): একবার হযরত মূসা (আঃ) এর পেটে ব্যথা হল।
তখন তিনি আল্লাহকে তার ব্যথার কথা বললেন। তারপর আল্লাহ তাঁকে বললেন, তুমি অমুক গাছের পাতা খাও। তিনি তখন তা খেলেন ;এরপর তাঁর ব্যথা সেরে গেল।
কিছুদিন পর হযরত মূসা (আঃ) এর আবার পেটে ব্যথা হল। এবার তিনি আল্লাহকে কিছু না বলে, নিজে নিজেই গিয়ে সেই একই গাছের পাতা খেলেন। কিন্তু এবার ব্যথা কমলো না।
তখন আল্লাহপাক হযরত মূসা (আঃ) কে ডেকে বললেন, কি মূসা তোমার ব্যথা সারে নাই?
তখন হযরত মূসা (আঃ) তখন বললেন, আল্লাহ একই গাছের পাতা-ই তো খেলাম! কিন্তু ব্যথা তো গেলো না!
তখন আল্লাহ পাক বললেন, যখন আমি তোমাকে ঐ গাছের পাতা খেতে বলেছিলাম, তখন ঐ গাছের পাতার ওপর আমার হুকুম ছিল;রোগ সারাবার!
কিন্তু তুমি ভাবলে গুনাগুন গাছের। তাই পরের বার আমাকে বলার প্রয়োজন মনে করোনি।তাই,তোমার ব্যথাও সারে নাই।
শিক্ষাঃ আমরা মনে করি ঔষুধ আমাদের রোগ সারায়।কিন্তু আমাদের রোগ মূলত আল্লাহ ই সারিয়ে থাকেন।ডাক্তার বা ঔষধ তো একটা উসিলা মাত্র। ঔষধ ভেতর গিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে যে সে কাজ করবে কি করবে না!
আপনার মতামত লিখুন :