শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২২, ০৩:৫৩ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২২, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নবীর প্রদর্শিত মদিনা সনদ অনুসরণের বিকল্প নেই: মাইজভাণ্ডারী

মাইজভাণ্ডারী

ডেস্ক রিপোর্ট: মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, অশান্তির কালো মেঘ সরিয়ে শান্তিপূর্ণ সম্প্রীতিময় মানবিক সমাজ ও বিশ্ব গড়ার মিশন নিয়ে আবির্ভূত হয়েছেন রাহমাতুল্লিল আ’লামিন হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)। প্রিয়নবীর সংস্পর্শে ও সান্নিধ্যের বদৌলতে আরবের সবচেয়ে বর্বর মানুষেরা দলে দলে ইসলামের দিকে ফিরে এসেছিল। 

তিনি বলেন, আজকের কথিত সভ্য দুনিয়ায় মানুষের বস্তুগত উন্নতি হলেও জাহেলিয়াতের কালো ছায়া এখনো রয়ে গেছে। হানাহানি সংঘাতে দেশে দেশে মানুষ আজ দুর্বিষহ অবস্থার মুখোমুখি। বিশ্বের নানা প্রান্তে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে আধিপত্যবাদী বিশ্ব মোড়লরা। 

রোববার দলের লন্ডন শাখা আয়োজিত ইস্টহাম অ্যারোমা এসপ্রেসো হলে ঈদে মিলাদুন্নবী (সা.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেন, সংঘাতমুক্ত সম্প্রীতিপূর্ণ মানবিক বিশ্ব সমাজ গড়ার ক্ষেত্রে প্রিয়নবীর (সা.) জীবনাদর্শের পূর্ণাঙ্গ অনুসরণ আজ অনিবার্য হয়ে উঠেছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় প্রিয়নবীর প্রদর্শিত মদিনার সনদ অনুসরণের বিকল্প নেই। মানবিক বিশ্ব গড়তে সত্যান্বেষী-শান্তিকামী মানুষের মধ্যে ঐক্য-সংহতি ও সম্প্রীতিবোধ জোরদার করতে হবে। এটাই প্রিয়নবীর শিক্ষা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ হাদী খান। বিশেষ অতিথি ছিলেন মইনিয়া যুব ফোরামের নির্বাহী সভাপতি শাহজাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী মাইজভাণ্ডারী, মাওলানা শফিকুর রহমান বিপ্লবী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়