শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় বিশ্ববাজারে অস্থিরতা, শেয়ারবাজারে পতন ◈ অক্সফোর্ড গ্র্যাজুয়েট থেকে ফুড ডেলিভারি কর্মী: দিং ইউয়াংঝুর সংগ্রামী জীবনের গল্প অনুপ্রেরণা জাগাচ্ছে তরুণদের ◈ ক্লাব বিশ্বকাপ, ৫৮ হাজার টাকার টি‌কিট বি‌ক্রি হ‌চ্ছে ১৬ শ টাকায় ◈ পা‌কিস্তান দ‌লের স‌ঙ্গে বাংলাদেশে আসছেন না ক্রিকেটার হা‌রিস রউফ ◈ নারী ফুটবল দলের জন‌্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার ◈ আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ ◈ মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয় ◈ ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প ◈ আনিসুল, রুহুল আমিন ও চুন্নুকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি ◈ তরুণ ভোটারদের পছন্দের শীর্ষে বিএনপি: জরিপ

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ০২:২৪ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিনদেরকে আমরা দেখতে পাই না কেন? (ভিডিও)

মানুষের মতোই, আল্লাহর আরেক বিশেষ সৃষ্টি হচ্ছে জিন জাতি। তাদেরও রয়েছে বিবেক ও বুদ্ধি, আছে স্বাধীন ইচ্ছাশক্তি এবং দায়-দায়িত্ব। আমাদের মতোই তাদের সমাজ, ধর্ম এবং বিয়ের সম্পর্ক বিদ্যমান। তবে মানুষ ও জিনের মধ্যে মূল পার্থক্য—তাদের সৃষ্টির প্রকৃতি। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন:

“আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কাদামাটি থেকে। আর জিনকে সৃষ্টি করেছি প্রজ্জ্বলিত অগ্নিশিখা থেকে।”

এই অগ্নিসদৃশ সৃষ্টি হলেও, প্রশ্ন থেকেই যায়—আমরা জিনদের দেখতে পাই না কেন?

কোরআন ও হাদিসে জিনদের ব্যাখ্যা

পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে জিনদের অদৃশ্য অস্তিত্বের কথা বলা হয়েছে। এক আয়াতে আল্লাহ বলেন:

“নিশ্চয় সে (শয়তান বা জিন) এবং তার দলবল তোমাদের এমন স্থান থেকে দেখে, যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না।”

অর্থাৎ, তারা আমাদেরকে দেখতে পায়, কিন্তু আমরা তাদের দেখতে সক্ষম নই। নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনে একাধিকবার জিনদের সঙ্গে সাক্ষাৎ, নামাজ আদায়, কোরআন তেলাওয়াত এবং ইসলামের দাওয়াত দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার বিবরণ কোরআন ও হাদিসে উল্লেখ আছে। এমনকি সাহাবীদের মধ্যেও কেউ কেউ বিশেষ পরিস্থিতিতে জিনদের দেখতে পেয়েছেন বলে হাদিসে জানা যায়। তবে স্বাভাবিক অবস্থায় মানুষ তাদের দেখতে পায় না, কারণ মানুষের ইন্দ্রিয়শক্তি সীমিত।

বিজ্ঞান কী বলে?

মানুষের চোখের দৃষ্টিসীমা একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে সীমাবদ্ধ, যাকে বলে ভিজিবল স্পেকট্রাম। আমরা দেখতে পাই কেবল ৪০০ থেকে ৭০০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো। এর নিচের আল্ট্রাভায়োলেট আর উপরের ইনফ্রারেড আলো আমাদের চোখে পড়ে না। একইভাবে, শ্রবণক্ষমতা ২০ হার্টজ থেকে ২০,০০০ হার্টজের মধ্যে সীমিত। এর নিচে ইনফ্রাসাউন্ড আর উপরে আল্ট্রাসাউন্ড—যা হাতি, তিমি ও বাদুরের মতো প্রাণীরা উৎপন্ন করলেও আমরা শুনতে পাই না।

এছাড়া মহাবিশ্বে রয়েছে এমন কিছু উপাদান যেমন—ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি, যেগুলোর অস্তিত্ব নিশ্চিতভাবে জানলেও আমরা দেখতে পাই না। বিজ্ঞান বলছে, গোটা মহাবিশ্বের মাত্র ৫ শতাংশ আমরা দেখতে পাই; বাকি ৯৫ শতাংশ আমাদের দৃষ্টিসীমার বাইরে। তাই এমন অনেক অস্তিত্ব পৃথিবীতে রয়েছে যাদের আমরা উপলব্ধি করতে পারি না।

জিনদের অদৃশ্যতা: বিজ্ঞান ও ঈমানের যৌথ ব্যাখ্যা

জিনরা যেহেতু প্রজ্জ্বলিত অগ্নিশিখা থেকে তৈরি, হতে পারে তারা এমন এক ধরনের আগুন বা শক্তির উৎস যা আমাদের দৃশ্যমান সীমার বাইরে পড়ে। সাধারণ আগুনের আলো আমরা দেখতে পাই, কারণ তা দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্যের ভেতর। কিন্তু জিনদের উপাদান আল্লাহ বিশেষভাবে এমনভাবে সৃষ্টি করে থাকতে পারেন যা আমাদের চোখে ধরা পড়ে না।

এজন্যই জিনদের অদৃশ্য থাকা শুধু ধর্মীয় বিশ্বাসে নয়, বৈজ্ঞানিকভাবেও যথার্থ।

জিন ও মানুষের সম্পর্ক
অনেক সময় দেখা যায় কেউ অস্বাভাবিক আচরণ করছে, যাকে ক’জন সুস্থ মানুষ মিলে সামাল দিতেও হিমশিম খায়। তখন বলা হয় তাকে ‘জিনে ধরেছে’—অর্থাৎ তার উপর জিনের প্রভাব পড়েছে। এ থেকেই বোঝা যায়, জিনরা মানুষের ওপর প্রভাব বিস্তার করতে পারে। এতে তাদের অস্তিত্ব যেমন স্পষ্ট, তেমনি তাদের অদৃশ্যতা নিয়েও আর কোনো সংশয়ের অবকাশ নেই।

জিনদের অস্তিত্বে বিশ্বাস করা ঈমানের অংশ। কোরআন, হাদিস এবং বিজ্ঞান—তিন দিক থেকেই আমরা বুঝতে পারি, মানবজাতির বাইরে আরো জগত রয়েছে, যেখানে শুধু জিন নয়, থাকতে পারে নাম না জানা বহু সৃষ্টিজীব। তাই ঈমানের পথে চলতে হলে জিনের অস্তিত্ব ও তাদের অদৃশ্য সত্তাকে মেনে নেওয়াই শ্রেয়। সূত্র: নিউজ২৪ টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়