শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০১:০৭ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূগর্ভস্থ গোপন হাসপাতালে হাজার হাজার রোগীর জীবন বাঁচান সিরীয় ডাক্তার

সাজ্জাদুল ইসলাম : [২] সিরিয়ার গৃহযুদ্ধ চলার সময় দেশটির পূর্বাঞ্চলের পূর্ব গাওতায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী। সে ভয়াবহ স্মৃতিচারণ প্রসঙ্গে সুড়ঙ্গের মধ্যে স্থাপিত সেই হাসপাতালের কথা তুলে ধরেন ডাক্তার আমানি বালাউর । সূত্র : আনাদোলু 

[৩] রাজধানী দামেস্কের অদূরে গাওতা শহরের উপকন্ঠে মাটির নীচে এ হাসপাতালটি স্থাপন করেন তিনি। দামেস্কের উপকন্ঠে জন্মগ্রহণকারী বালাউরের বয়স এখন ৩৬ বছর। গৃহযুদ্ধের সময় গাওতাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল অনেক বছর। সেকারণে টানেল বা সুড়ঙ্গ নির্মাণের ধারণা সেখানে দানা বেধেছিল লোকদের মাঝে। 

[৪] ডাক্তার বালাউর বলেন, আপনারা জানেন যে, আমরা সেখানে ৬ বছর ধরে অবরুদ্ধ অবস্থায় ছিলাম। সিরিয়ার সরকার আমাদের  ওখানে খাবার ও ওষুধসহ সব কিছুর প্রবেশের পথ বন্ধ করে দিয়েছিল। সে কারণে পূর্ব গোওতার জনগণ জীবন বাঁচাতে সেখানে নিত্যপণ্য সামগ্রী চোরইপথে আনার জন্য টানেল নির্মান করেন। 

[৫] ডাক্তার বালাউর বলেন, আমরা বাইরে যাতাযাত করার জন্যও এ টানেল ব্যবহার করতাম। কারণ সে সময় সেখানে ব্যাপক বোমা হামলা চালাচ্ছিল বাশার বাহিনী। অনেক সময় বিমান হামলা চালানো হতো এবং হেলিকপ্টার চক্র দিতো, তাই ভূপষ্ঠের ওপর দিয়ে যাতায়াত করা সম্ভব ছিল না। তাই আমরা ভুগর্ভে টানেলের মধ্যে জীবন চালানোর কৌশল অবলম্বন করেছিল। আমরা ভূগর্ভে থেকেই সব কিছু স্বচ্ছন্দে সম্পন্ন করতাম। এটি করা বেশ সহায়ক ছিল।

[৬] ডাক্তার বালাউর জানান, এসব টানেলের অনেকগুলো ভূগর্ভস্থ গুহা হাসপাতালের সঙ্গে সংযুক্ত হয়েছিল। তিনি বলেন, আমরা তিনটি ভিন্ন স্থানে তিনটি ভিন্ন টানেল নির্মান করেছিলাম। সে সময় সেখানে প্রচন্ড বোমাবর্ষণ চলছিল। আমরা টানেল দিয়ে ওষুধ ও জিনিসপত্র আনা নেওয়া করতাম, এমনকি এ টানেল দিয়ে লাশও কবরস্তানে নিয়ে গিয়ে দাফন করতাম।

[৭] প্রায় ১০ বছর আগে পূর্ব গাওতায় রাসায়নিক অস্ত্রের হামলা চালায় বাশার সরকার। ২-১৩ সালের ২১ আগষ্টের ওই হামলায় নিহত হয় ১৪ শতাধিক মানুষ। হাজার হাজার নারী ও শিশু বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। এ হামলার শিকার লোকেরা এখনও সে ভয়াবহ ঘটনার দুর্বিষহ স্মৃতি বয়ে বেড়াচেছন। 

এসআই/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়