শিরোনাম
◈ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক অনুষ্ঠিত ◈ বৃহস্পতিবার থেকে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত ◈ মহাখালী রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, দগ্ধ ৮ ◈ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি পেলেন ড. ইউনূস ◈ আওয়ামী লীগ এখন লোক ভাগানোর দলে পরিণত হয়েছে: রিজভী ◈ দ্বিতীয় দফায় ২৯টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি   ◈ আওয়ামী লীগের সঙ্গে জোট হবে না, জানালেন জাতীয় পার্টি মহাসচিব চুন্নু ◈ টাইপিংয়ে ভুলের কারণে সংসদে পাস হওয়া শ্রম আইন ফেরত দিয়েছেন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী ◈ ঢাকার রিকশা ও রিকশাচিত্র পেল ইউনেস্কোর স্বীকৃতি ◈ সোনার দাম ভরিতে ১৭৫০ টাকা কমিয়েছে বাজুস

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ১১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় ইসরায়েলি হামলায় দেড় মাসে ৬১ সাংবাদিক নিহত

সাজ্জাদুল ইসলাম: [২] ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে গত দেড় মাসে এইসব সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র: সিএনএন

[৩] বিবৃতিতে সিপিজে বলেছে, ‘এর আগে যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সবচেয়ে বেশি সাংবাদিক মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। সেই যুদ্ধ কভার করতে গিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫ জন সাংবাদিক।’ কিন্তু গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা অনেক আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত সংবাদকর্মীদের ছাড়িয়ে গেছে। কেবল গত শনিবার গাজায় ৬ জন সাংবাদিক নিহত হন।’

[৪] সিপিজের বিবৃতিতে বলা হয়, হামাস-ইসরায়েলের চলমান যুদ্ধে একদিনে সবচেয়ে বেশি সাংবাদিক নিহতের রেকর্ড যুদ্ধের প্রথম দিন ৭ অক্টোবর। ওই দিন ৬ জন সাংবাদিক নিহত হয়েছিলেন। তারপর সোমবার একদিনে নিহত সাংবাদিকদের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা দেখল বিশ্ব।

[৫] বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত তথ্য যাচাইয়ের ভিত্তিতে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে উল্লেখ করে পৃথক এক বিবৃতিতে সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শরিফ মনসুর এক বিবৃতিতে বলেন, ‘হৃদয় বিদারক এই সংঘাতের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওই অঞ্চলের সাংবাদিকরা সর্বোচ্চ ত্যাগস্বীকার করছেন। সম্পাদনা: ইকবাল খান

[৬] তিনি বলেন, বিশেষ করে যারা গাজায় রয়েছেন, তাদেরকে প্রতিদিন নিজের এবং পরিবারের স্বজনদের জীবন হারানোর ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। ইতোমধ্যে অনেকে সাংবাদিক তাদের সহকর্মী, পরিবার ও মিডিয়া ফ্যাসিলিটিজ হারিয়ে পালাতে বাধ্য হচ্ছেন। সিপিজের ওয়েবসাইটে নিহত সব সাংবাদিকের নাম ও তাদের কর্মস্থলের নাম পোস্ট করা হয়েছে বলে জানিয়েছেন শরিফ মনসুর।

[৭] গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই উপত্যকায় অভিযান পরিচালনা করছে ইসরায়েলের বিমান বাহিনী। অক্টোবরের মাঝামাঝি থেকে এ অভিযানে যোগ দিয়েছে স্থল বাহিনীও।

[৮]  গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা পৌঁছেছে ১৩ হাজার ৩০০ জনে। আর গত ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়