শিরোনাম

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫৩ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলে বিরল শীতকালীন দাবদাহে বাড়ছে দাবানল

বাহিয়া রাজ্যের সেরা দাস বান্দেইরাসের বনে বৃহস্পতিবার দাবানল জ্বলতে দেখা যায়

সাজ্জাদুল ইসলাম: [২] দমকল কর্মীরা ব্রাজিলের পশ্চিমাঞ্চলের বাহিয়া রাজ্যের সেরা দাস বান্দেইরাসের বণভূমিতে দাবানল নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ জানায়, সেখানে শীত মৌসুমে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা ও প্রবল বাতাস প্রবাহিত হচ্ছে। সূত্র: অ্যারাব নিউজ 

[৩] ব্রাজিলে কয়েক দিন পরই শুরু হবে বসন্তকাল। চলতি সপ্তাহের শুরু থেকে সমগ্র ব্রাজিলে রেকর্ড তাপমাত্রার সঙ্গে প্রবল বাতাস যাচ্ছে। এতে দাবানলের সৃষ্টি ও বিস্তার ঘটছে।

[৪] বাহিয়া রাজ্যের বনভিত্তিক কোম্পানিগুলোর সমিতি সেখানকার দাবানল নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। রাজ্য সরকার সেখানকার এবং জাতীয় পার্ক চাপাদা দিয়ামান্তিনায় দাবানল নিয়ন্ত্রণের কাজে দেড় শতাধিক সামরিক দমকল কর্মীকে নিয়োজিত করেছে।

[৫] স্থানীয় গণমাধ্যম জানায়, গত সোমবার সেখানে দাবানল ছড়িয়ে পড়ে। তবে দাবানলের আকার ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। দেশটির আরহাওযা বিভাগ অবশ্য এ দাবানলকে বিপজ্জনক বলে অভিহিত করেছে।

এসআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়