মোস্তাফিজুর রহমান: [২] দেশটির কর্নাটক, মধ্যপ্রদেশের কলেজে হিজাব বিতর্কের পর এবার ছাত্রীদের বুরকা পরা নিয়ে উত্তেজনা মহারাষ্ট্রের ডি. কে মারাঠি কলেজে। বিজেপি-শিন্ডেসেনা জোট শাসিত ওই রাজ্যের রাজধানী মুম্বাইয়ের কলেজটিতে বুধবার বোরকা পরা ছাত্রীদের প্রবেশ করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ছাত্রীদের। ঘটনার জেরে ওই ছাত্রীদের মধ্যে কয়েক জনের অভিভাবক এবং স্থানীয়দের একাংশ কলেজের সামনে বিক্ষোভ করেন। সূত্র: স্ক্রল ডট ইন
[৩] জুনিয়র কলেজটির একজন ১১ বছর বয়সী শিক্ষার্থী বলেন, কলেজ এবছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য নতুন ইউনিফর্ম চালু করেছে, যেখানে হিজাব, মাথার টুপি ও স্কার্ফকে নিষিদ্ধ করা হয়েছে।
[৪] ওই শিক্ষার্থীর ইউনিফর্মের ওপরে বোরকা থাকায় মঙ্গলবার তাকে কলেজে ঢুকতে না দিয়ে গেইট থেকে বের করে দেওয়া হয়। সেদিন থেকে নির্দিষ্ট ইউনিফর্ম ছাড়া কলেজে আর কোনো শিক্ষার্থীকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
[৫] ওই শিক্ষার্থী আরও বলেন, আমার ক্লাসের বেশিরভাগ শিক্ষার্থীই মুসলিম। যখন কলেজ নতুন ইউনিফর্ম চালু করে তখন আমরা এটি পরতে সম্মতও হই। কিন্তু আমাদের পরিবারের একটিই শর্ত ছিল যে মাথার হিজাব রাখতে হবে।
[৬] কলেজটির অধ্যক্ষ বিদ্যাগৌরি লেলে বলেন, মেয়েরা নেকাব, হিজাব ও বুরকা পরে আসবে, কলেজে ঢোকার পর ওয়াশরুমে গিয়ে নেকাব, হিজাব ও বোরকা পরিবর্তন করতে হবে। কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে থাকতে হবে।
[৭] লেলে আরও জানান, চলতি বছর থেকে জুনিয়র কলেজে এই নিয়ম চালু হয়েছে। গত ১ মে অভিভাবক সভায় এ সংক্রান্ত তথ্য দেওয়া হয় এবং তার পরই ইউনিফর্ম কার্যকর করা হয়। ১ জুন থেকে ভর্তি শুরু হলে প্রত্যেক শিক্ষার্থী দুটি ইউনিফর্ম কিনেছে।
[৮] অধ্যক্ষ বলেন, ১৫ জুন থেকে ৩১ জুন পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থীদের ইউনিফর্ম সম্পর্কে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য মাধ্যমে অবহিত করা হয়েছিল। গত ১ আগস্ট থেকে এই ইউনিফর্ম কার্যকর করা হয়। সম্পাদনা: রাশিদ
এমআর/আর/এসবি২