শিরোনাম

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০২:০৫ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিসরে পুনরায় চালু হলো সাড়ে সাতশ বছরের প্রাচীন মসজিদ

ছবি: সংগৃহীত

আখিরুজ্জামান সোহান: সংস্কারের পর ৭৫৫ বছরের প্রাচীন এক মসজিদ পুনরায় খুললো মিসর। সোমবার (৬ জুন) রাজধানী কায়রোতে সবার জন্য উন্মুক্ত হয় ‘আল জহির বেইবারস’ মসজিদের দরজা। রয়টার্স

১২৬৮ সালে মামলুক বংশের সুলতান আল জহির বেইবারস আল বুন্দুকদারি নির্মাণ করেন এই ধর্মীয় স্থাপনা। ৩ একর জায়গার ওপর নির্মিত মসজিদটি অনিন্দ্য কারুকার্য সম্বলিত। এককালে স্থাপনাটি দুর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাতে একটা সময় ছিল সাবান তৈরির কারখানা আর বেকারিও।

২০০৭ সালে কাজাখস্তানের অর্থ-সহযোগিতায় শুরু হয় মসজিদের সংস্কার। যে কাজ ২০১৫ সালে বন্ধ হয়ে যায়। তিন বছর পর মিসরের পর্যটন বিভাগের অর্থায়নে আবারও কাজ শুরু হয়। ঐতিহাসিক মসজিদের নতুন আয়োজনে উপস্থিত ছিলেন মিসর ও কাজাখস্তানের গ্র্যান্ড মুফতি।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়