শিরোনাম
◈ ৪৩তম বিসিএস থেকে দুই হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন ◈ ৯ বছর পর পাকিস্তান গেলেন ভারতের কোনো মন্ত্রী ◈ ওএসডি কর্মকর্তারা কী করেন? ওএসডি কর্মকর্তাদের বেতন-ভাতা বাবদ প্রতিবছর সরকারকে গুনতে হচ্ছে কোটি কোটি টাকা ◈ শেষ নির্বাচনের আগে শেখ হাসিনা হাতে ছিল মাত্র সাড়ে ২৮ হাজার টাকা, ১৫ বছরই আয় করেছেন সুদ থেকে  ◈ আবহাওয়া নিয়ে  দুঃসংবাদ:  লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে, সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস ◈ আমার এজলাস থেকে বের হও, বেয়াদব, থাপ্পড় দিয়ে দিয়ে পুলিশে দেব; আইনজীবীকে বিচারপতি! (ভিডিও) ◈ যে কারনে হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন সমন্বয়ক হাসনাত ◈ সালমানকে প্রাণ বাঁচাতে ক্ষমা চাওয়ার উপদেশ দিলেন বিজেপি এমপি ! ◈ ৪৩তম বিসিএস: ২০৬৪ জনকে নিয়োগ, স্থগিত ৯৯ জনের ◈ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বিএনপির ৩টি কমিটি 

প্রকাশিত : ০১ জুন, ২০২৩, ০৯:১৫ রাত
আপডেট : ০২ জুন, ২০২৩, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি নিয়ে ভারতের সবুজ সংকেত পেলো নেপাল

ইমরুল শাহেদ: ত্রিপক্ষীয় ব্যবস্থায় ভারত এই প্রথমবারের মতো সম্মত হয়েছে। তাতে বিদ্যুত-বাণিজ্যের খাত নিয়ে উপ-আঞ্চলিক সহযোগিতাকে উৎসাহিত করবে। সূত্র: ডেইলি স্টার 

নয়াদিল্লি সফররত নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দাহাল এবং ভারতের নরেন্দ্র মোদির মধ্যে আলোচনার সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের লক্ষ্য হল নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতীয় গ্রিডের মাধ্যমে ট্রানজিট করে বাংলাদেশে দেওয়া।’

কোয়াত্রা বলেন, জলবিদ্যুৎ সহযোগিতা ‘শুধু ভারত ও অন্যান্য দেশের মধ্যে নয়, সমগ্র অঞ্চলের মধ্যে সহযোগিতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং, এই ক্ষেত্রে, আপনি যদি বিদ্যুৎ সহযোগিতার দিকে তাকান, তাহলে ভারত ও বাংলাদেশের মধ্যেও একই ব্যাপার রয়েছে। ভারত ও নেপাল এ বিষয়ে ব্যাপকভাবে কথা বলেছে।’

তিনি বলেন, ‘আঞ্চলিক সংযোগ জোরদারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো বিদ্যুৎ এবং বিদ্যুৎ বাণিজ্যকে ব্যবহার করা। এদিক থেকে এটাই হলো প্রথম প্রচেষ্টা।’

সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যুৎ বাণিজ্যের ট্রানজিট অনুমতি দেওয়ার জন্য নেপাল এবং বাংলাদেশ বেশ কিছুদিন ধরে ভারতকে চাপ দিয়ে আসছিল এবং নয়াদিল্লির সবুজ সংকেতের অপেক্ষায় ছিল।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে তার সরকারি সফরের সময় ভারত হয়ে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টি উত্থাপন করেছিলেন। মে মাসের মাঝামাঝি নেপালের পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ প্রকাশ সৌদের ঢাকা সফরের সময়ও বিষয়টি উত্থাপিত হয়েছিল যখন তিনি বাংলাদেশের কোম্পানিগুলোকে তার দেশের জলবিদ্যুৎ খাতে বিনিয়োগের আহ্বান জানান। সম্পাদনা: তারিক আল বান্না

আইএস/টিএবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়