শিরোনাম
◈ সালমান শাহ হত্যা মামলা, আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ গাজীপুরে কিশোরী ধর্ষণ: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শায়খ আহমাদুল্লাহর, প্রেমের সম্পর্ক দেখিয়ে ঘটনা হালকা করার অভিযোগ ◈ ‘নীরব কিন্তু উদাসীন নয়’: কেন ভারতের জেন-জি তরুণরা রাস্তায় নামছে না ◈ তরুণ-তরুণী যদি প্রলোভনে পড়ে সেটা শুধু প্রলোভনকারীর দোষ নয়: মিজানুর রহমান আজহারী ◈ শেখ হাসিনা পালিয়ে যাননি, যেতে বাধ্য করা হয়েছে: আইনজীবী (ভিডিও) ◈ জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: মুফতি ফয়জুল করীম ◈ ‌ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের বিরু‌দ্ধে বি‌সি‌বির টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন লিটন ◈ শুধু একাত্তর না, সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত কোনো ‘ভুল’ করে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন শফিকুর রহমান (ভিডিও) ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ নিয়ে যা জানা গেল ◈ ‘নতুন আরপিওতে বড় পরিবর্তন: পলাতক অযোগ্য, দুর্নীতির প্রমাণে ভোট বাতিল করতে পারবে ইসি’ (ভিডিও)

প্রকাশিত : ০১ জুন, ২০২৩, ০৯:১৫ রাত
আপডেট : ০২ জুন, ২০২৩, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি নিয়ে ভারতের সবুজ সংকেত পেলো নেপাল

ইমরুল শাহেদ: ত্রিপক্ষীয় ব্যবস্থায় ভারত এই প্রথমবারের মতো সম্মত হয়েছে। তাতে বিদ্যুত-বাণিজ্যের খাত নিয়ে উপ-আঞ্চলিক সহযোগিতাকে উৎসাহিত করবে। সূত্র: ডেইলি স্টার 

নয়াদিল্লি সফররত নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দাহাল এবং ভারতের নরেন্দ্র মোদির মধ্যে আলোচনার সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের লক্ষ্য হল নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতীয় গ্রিডের মাধ্যমে ট্রানজিট করে বাংলাদেশে দেওয়া।’

কোয়াত্রা বলেন, জলবিদ্যুৎ সহযোগিতা ‘শুধু ভারত ও অন্যান্য দেশের মধ্যে নয়, সমগ্র অঞ্চলের মধ্যে সহযোগিতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং, এই ক্ষেত্রে, আপনি যদি বিদ্যুৎ সহযোগিতার দিকে তাকান, তাহলে ভারত ও বাংলাদেশের মধ্যেও একই ব্যাপার রয়েছে। ভারত ও নেপাল এ বিষয়ে ব্যাপকভাবে কথা বলেছে।’

তিনি বলেন, ‘আঞ্চলিক সংযোগ জোরদারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো বিদ্যুৎ এবং বিদ্যুৎ বাণিজ্যকে ব্যবহার করা। এদিক থেকে এটাই হলো প্রথম প্রচেষ্টা।’

সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যুৎ বাণিজ্যের ট্রানজিট অনুমতি দেওয়ার জন্য নেপাল এবং বাংলাদেশ বেশ কিছুদিন ধরে ভারতকে চাপ দিয়ে আসছিল এবং নয়াদিল্লির সবুজ সংকেতের অপেক্ষায় ছিল।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে তার সরকারি সফরের সময় ভারত হয়ে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টি উত্থাপন করেছিলেন। মে মাসের মাঝামাঝি নেপালের পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ প্রকাশ সৌদের ঢাকা সফরের সময়ও বিষয়টি উত্থাপিত হয়েছিল যখন তিনি বাংলাদেশের কোম্পানিগুলোকে তার দেশের জলবিদ্যুৎ খাতে বিনিয়োগের আহ্বান জানান। সম্পাদনা: তারিক আল বান্না

আইএস/টিএবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়