শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ১১:১৯ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৩, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের নেতা এবং কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী  রাজকুমার রঞ্জন সিংয়ের বিষ্ণুপুর জেলার বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ

মনিপুরে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে হামলা

সাজ্জাদুল ইসলাম: ভারতের মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের নেতা এবং কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী  রাজকুমার রঞ্জন সিংয়ের বিষ্ণুপুর জেলার বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা ওই বাড়িতে আগুন লাগানোরও চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার এ হামলার সময় রঞ্জন সিং বাড়িতেই ছিলেন। এনডিটিভি

এর আগের দিন বুধবার মেইতেই সম্প্রদায়ের এক ব্যক্তি দুষ্কৃতিদের গুলিতে নিহত হয়। এতে ক্ষেপে গিয়ে মেইতেইরা নিজেদের গোষ্ঠীর নেতার বাড়িতেই হামলা চালায়। র‌্যাপিড অ্যাকশন ফোর্স এবং ভারতীয় সেনা সদস্যরা রঞ্জন সিংয়ের বাড়ির বাইরে জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে। 

একজন প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ২০/২৫ জন মন্ত্রীর বাড়ির বাইরে জড়ো হয়ে তারা লোহার রড দিয়ে ল্যাম্পপোস্টে আঘাত করতে থাকে। এ সময় মানুষ ঘরের বাইরে বেরিয়ে এলে তাদেরও মন্ত্রীর বাড়ি আক্রমণ করার নির্দেশ দেয়। কিছু মানুষ তাদের সঙ্গে যোগও দেয়। এরপরে ওই ব্যক্তিরা মন্ত্রীর বাড়িতে হামলা চালায়। 

এই ঘটনার কিছু আগেই আসামের গৌহাটিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরে এমএলএদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মণিপুরের শান্তি ফেরানোর জন্য তিনি সব সম্প্রদায়ের কাছে আবেদন করেন। সোমবার তিনি তিন দিনের সফরে মণিপুর যাবেন। 

এ নিয়ে গত এক সপ্তাহে দুজন মন্ত্রীর বাড়িতে হামলা হল। গত সপ্তাহের শুরুর দিকে বিষ্ণুপুরেই মণিপুরের মন্ত্রী কনথৌজাম গোবিন্দাসের বাড়িতেও হামলা হয়। সপ্তাহের শেষে হামলা হল কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে। 

প্রসঙ্গত, সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার জন্য মণিপুর হাইকোর্টের সুপারিশকে কেন্দ্র করে গত ৩ মে’ থেকে চলা ধারাবাহিক সংঘর্ষে মণিপুরে অন্তত ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তচ্যুত হয়েছে ৩৫ হাজার মানুষ। নষ্ট হয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তি। মণিপুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘও। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এসআই/এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়