শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৩, ০৯:৩১ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৩, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরওয়েতে হিমবাহে ৪ পর্যটক নিহত

নরওয়ে

সাজ্জাদুল ইসলাম: নরওয়ের দূর উত্তরে কয়েক দফা হিমবাহ ও তুষার ঝড়ের আঘাতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ একথা জানিয়েছে। বিবিসি

রেইনোয়া দ্বীপে এ মারাত্মক ঘটনা ঘটে। সেখানকার একটি বাড়ী ও খামার হীমবাহের আঘাতের পর সাগরে ভেসে গেছে। কর্তৃপক্ষ জানায়, খামারটিতে সে সময় অন্তত ২ জন লোক ও ১৪০টি ছাগল ছিল।

অপর দু’হিমবাহের আঘাতে দু’জন পর্যটক নিহত হন। উভয়ে বিদেশী কিন্তু তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। লাইনজেনে প্রথম হিমবাহের আঘাতে একজন নিহত ও অপর দু’জন আহত হন।

পুলিশ জানায়, সেখানে ৫ জন বিদেশী ঘুরতে বেরিয়েছিলেন। তাদের একজনের মারা যাওয়ার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। অন্য দু’জন আহত হন। পরে সন্ধ্যায় পুলিশ জানায়, নরড্র্ইেসিয়া অঞ্চলের স্টোর্সেøটে আরেকটি হিমবাহের আঘাতে চতুর্থ পর্যটক নিহত হন। 

প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরে এ নিহতের ঘটনাকে ‘ইস্টার উৎসবের বেদনায়ক সূচনা’ বলে অভিহিত করেন।

বিশেষজ্ঞরা বলেন, নরওয়েতে বছরের এ সময়টিতে প্রায় প্রতিদিনই হিমবাহের ঘটনা ঘটে। এতে দেশটির অন্তত ৭ শতাংশ অঞ্চল ঝুঁকির মধ্যে থাকে। কর্তৃপক্ষ তুষার ঝড় ও হিমবাহের আঘাতের কারণে মারাত্মক ঝুঁকির সতর্কতা জারির পর শুক্রবার সকালে ট্রমস অঞ্চলের কয়েকটি ছোট শহর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

এসআই/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়