শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৮:২২ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওবামাকে পেছনে ফেললেন মাস্ক

মিহিমা আফরোজ: গত বৃহস্পতিবার প্রকাশিত তালিকা অনুযায়ী, টুইটারে ফলোয়ার সংখ্যার দিক দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ছাড়িয়ে শীর্ষস্থানে রয়েছেন ইলনমাস্ক। বারাক ওবামার অবস্থান এখন দ্বিতীয়।

স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মাস্কের টুইটার ফলোয়ার সংখ্যা বেড়ে গতকাল দাঁড়িয়েছে ১৩ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৫৬০এবং ওবামার ফলোয়ার সংখ্যা ১৩ কোটি ৩০ লাখ ৪১ হাজার ৮১৩।

গত বছরের অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার দিয়ে টুইটার কিনেছিলেন মার্কিন ধনকুবের মাস্ক। সেই টুইটারের মূল্যমান এখন অর্ধেকে নেমে এসেছে। গত সপ্তাহে মাস্ক টুইটারের কর্মীদের কাছে প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রির প্রস্তাব দেন। এ প্রস্তাবে তিনি তার প্রতিষ্ঠানটির মূল্যমান নির্ধারণ করেন মাত্র ২ হাজার কোটি ডলার।

টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে শুরু করে এখন পর্যন্ত মাস্ক এ প্রতিষ্ঠানের হাজারো কর্মকর্তা-কর্মীকে ছাঁটাই করেছেন। প্রাতিষ্ঠানিক নিয়মকানুন ও টুইটারের ব্যবহারবিধিতে তিনি নানা পরিবর্তন এনেছেন।

প্ল্যাটফর্মটিকে আর্থিকভাবে টেকসই করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন মাস্ক। তবে এ পদক্ষেপের ফলাফল হয়েছে হতাশাজনক। মাস্ক টুইটার কেনার পর অনেক প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমটিতে বিজ্ঞাপন দেওয়া কমিয়ে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়