শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৫:০৪ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নজিব রাজ্জাকের সাজা মকুফের আবেদন খারিজ 

নজিব রাজ্জাক

জাফর খান: দেশটির সর্বোচ্চ আদালত আবেদনটি খারিজ করে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগটি বহাল রেখেছেন। ২০০৯ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন রাষ্ট্রীয় তহবিল মালয়েশিয়া ডেভোলেপমেন্ট ব্যাংকের (আইএমবিডিবি) ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার অর্থ আত্মসাতের  সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে নজিব রাজ্জাকের বিরুদ্ধে। বলা হয়েছে, এখান হতে ১ বিলিয়ন ডলারেরও বেশি তার একাউন্টে জমা পড়ার সম্পৃক্ততা পাওয়া গিয়েছিল। রয়টার্স 

এর আগে গত বছর দেশটির আদালত দুর্নীতির অভিযোগের জন্য তাকে ১২ বছরের জেল প্রদান করেছিলেন। তবে ৬৯ বছর বয়সী নজিব নিজেকে নির্দোষ দাবি করে অভিযোগ প্রত্যাখান করেন। 

এপি জানিয়েছে, ফেডারেল আদালতের পাঁচ সদস্য বিশিষ্ট  একটি বেঞ্চ এই আদেশ দিয়েছেন। পাঁচজনের মধ্যে চার বিচারপতিই ন্যায় বিচারের বিকল্প নেই বলে উল্লেখ করেন। বিচারপতি ভের্নন অং বলেন,  তার এই পরিণতির জন্য তিনিই দায়ি। এসময় নজিবের পক্ষে নতুন করে সাক্ষীগ্রহণের আবেদনটিও খারিজ করে দেন আদালত। তিনি জানান চারজন বিচারপতি তার বিরুদ্ধে মত দিয়েছেন।      

২০১৮ সালে সাধারণ নির্বাচনে হারলাভের পর ২০২০ সালে দেশটির উচ্চ আদালত তার বিরুদ্ধে  এস আর সি ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠান হতে ১০ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ আনে। ইন্ডিয়ান এক্সপ্রেস 

আল-জাজিরার ফ্লোরেন্স লুই এক প্রতিবেদনে জানান, আইএমবিডিবি কেলেংকারি শুধু বিশ্বকেই নয় একইসঙ্গে দেশটির জনগণকেও করেছে বিস্মিত ও হতভম্ব।  রাজনৈতিক ভাগ্য পরিবর্তনের জন্যই সাধারণ মানুষ তাকে ভোট দিয়েছিলেন বলেও তিনি প্রতিবেদনে উল্লেখ করেন। 

উল্লেখ্য, ২০২২ সালে নজিবের স্ত্রী রোসমাহ মনসুরার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়