শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ১২:০৪ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিরক্ষামন্ত্রীর বরখাস্তে ইসরাইলে প্রতিবাদের ঝড়

তারিক আল বান্না: সরকারের সিদ্ধান্তের সমালোচনা ও তা পরিবর্তনের দাবি করায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টকে বরখাস্ত করেন। এই বরখাস্তের সিদ্ধান্তে প্রতিবাদের ঝড় উঠেছে গোটা ইসরাইলে। 

বিচার বিভাগীয় পদ্ধতির সংস্করনে সরকারের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে মধ্যপ্রাচ্যের ইহুদি রাষ্ট্র ইসরাইল এখন অনেকটাই অচল হয়ে পড়েছে। সিদ্ধান্তের প্রতিবাদে সারাদেশে প্রায় ১২ সপ্তাহ আগে থেকেই বিক্ষোভ-সমাবেশ চলছিল। গালান্ট সিদ্ধান্তকে বিতর্কিত ও ভুল আখ্যা দিয়ে তা বাতিলের দাবি করেন প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী তা মেনে না নিয়ে উল্টো গালান্টকেই বরখাস্ত করেন। ফলে সেই বিক্ষোভের মাত্রা আরো বেড়ে গেছে। 

জেরুজালেম ও তেল আবিবের রাস্তায় রাস্তায় হাজার হাজার লোকজন মন্ত্রীকে বরখাস্তের প্রতিবাদে বিক্ষোভে নেমে পড়ে। জেরুজালেমে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভকারীদের পিছু হটাতে পুলিশ ও সেনা সদস্যরা জলকামান ব্যবহার করে। 

বিচার বিভাগে নতুন আইন প্রনয়ণের পর গত এক সপ্তাহে বিক্ষোভ অনেক বেড়েছে। নতুন আইন বাস্তবায়ন হলে বিচারক নিয়োগ দানকারী সংস্থার উপর সরকারের পুরো নিয়ন্ত্রণ চলে আসবে। মার্কিন যুক্তরাষ্ট বলেছে, বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন এবং একটি সমঝোতা হওয়া দরকার বলে তারা মনে করছে।  

নেতানিয়াহু এমনিতেই একটা দূর্নীতির মামলায় বিচারের মুখোমুখি রয়েছেন, সেখানে বিচার বিভাগের সংস্কার ও মন্ত্রী বরখাস্ত নিয়ে বেকায়দাতেই পড়েছেন তিনি। 

এরআগে নেতানিয়াহু বলেন, বিচার বিভাগ যাতে করে ক্ষমতার অপব্যবহার করতে না পারে, সে জন্যই আইনে পরিবর্তন আনা হয়েছে। তিনি আরো বলেন, জনগন কিন্তু গত নির্বাচনে তাদেরকে ম্যান্ডেট দেয় ইতিবাচক পরিবর্তনের আশায়। 

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভকারীরা জাতীয় পতাকা উড়াচ্ছিল, তাদের কেউ কেউ পাত্র ও প্যান ছুঁড়ে মারে পুলিশ ও সেনা সদস্যদের দিকে। বেকায়দায় পড়ে তারা ইসরাইলি পার্লামেন্ট নেসেটের দিকে পালিয়ে যায়। 

গালান্ট মন্ত্রীর দায়িত্ব পালন করার আগে সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। তিনি কয়েক সপ্তাহ ধরে বিচার বিভাগের সংস্কার এবং এর বিরোধিতা নিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। এরপরই তিনি আইন সংস্কারের সিদ্ধান্ত বাতিলের জন্য শনিবার প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান। সেইসঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে এটাও বলেন যে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীতে অনেকেই ক্ষুব্ধ আইন সংস্কার নিয়ে।   

টিএবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়