শিরোনাম
◈ ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ বন্ধের আহ্বান জানালেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ◈ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারিয়ে গুজরাটের জয় ◈ পাকিস্তানে যাকাত নিতে এসে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু ◈ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক মাতালেন অরিজিৎ সিং ◈ মহান স্বাধীনতাকে হেয় করে প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনের নিন্দা ◈ শনিবার আওয়ামী লীগের যৌথ সভা  ◈ আইনের শাসন না থাকায় কারো জীবনের নিরাপত্তা নেই: মির্জা ফখরুল ◈ বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা ◈ সরকার নির্ধারিত দামেই নিত্যপণ্য বিক্রি হচ্ছে বলে দাবি বাণিজ্যমন্ত্রীর ◈ কিছু পত্রিকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেগেটিভ রিপোর্ট করে: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৬:০৮ বিকাল
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরান খানের দলকে নিষিদ্ধের পরিকল্পনা করছে পাকিস্তান সরকার

ইমরান খান

ইমরুল শাহেদ: এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলকে নিষিদ্ধ করার বিষয়টি সামনে এনেছেন। 

রানা সানাউল্লাহ বলেছেন, ‘একদল আইনজীবী পিটিআইকে নিষিদ্ধের বিষয়টি খতিয়ে দেখছেন। দলটিকে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই নেবেন।’ রানা সানাউল্লাহ জানান, ‘তদন্ত’ করতে গিয়ে ইমরান খানের বাসভবন (জামান পার্ক ম্যানশন) থেকে একটি একে-৪৭ অ্যাসল্ট রাইফেল এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া যে ভবনের বাইরে থেকে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে; তাদের বেশিরভাগই পাঞ্জাবের নয় বরং তাদের ভূমিকা সন্দেহজনক। 

‘একটি জঙ্গি সংগঠন হিসেবে পিটিআইয়ের বিরুদ্ধে মামলা করার মতো যথেষ্ঠ প্রমাণ ইমরানের বাড়ি থেকে পাওয়া গেছে,’ বলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। 

এদিকে শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। জানান, যেকোনো সময় তিনি কারাবন্দি হতে পারেন এবং এ কারণে তিনি একটি কমিটি গঠন করেছেন; যারা তার অনুপস্থিতিতে দলীয় সিদ্ধান্ত নেবেন।

এসআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়