শিরোনাম
◈ টাকা ফেরাতে আইন, প্রযুক্তি ও আন্তর্জাতিক সমন্বয়ে জোর দিচ্ছে সরকার ◈ দুর্বৃত্তের হামলায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ঢাবি শিক্ষার্থী নিহত ◈ যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না জানিয়ে বিজ্ঞপ্তি ◈ ব্যাটারি চালিত রিকশা বন্ধে কড়া বার্তা: তিন রিকশা ভাঙচুর, চালকদের ক্ষতিপূরণ ও বিকল্প আয়ের আশ্বাস ◈ যে কারণে বাংলাদেশে বিমানবন্দরে আটকানো হয়েছিলো কলকাতার অভিনেতা শাশ্বতকে! (ভিডিও) ◈ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার : প্রেস সচিব ◈ আ. লীগের নিবন্ধন বাতিলের পর সম্পদ বাজেয়াপ্তের দাবি উঠেছে, নেতারা এখন কি করবে?  ◈ প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক, পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ ◈ ভারত আবার বাড়াবা‌ড়ি কর‌লে আমরা চুপ থাকবো না: শহীদ আফ্রিদি ◈ ভারত শাসিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৩, ০৫:২৮ বিকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২৩, ০৫:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্থিক প্রতিষ্ঠান নিয়ে

শংকার কথা মিলে যাচ্ছে রবার্ট কিয়োসাকির ভবিষ্যতবাণীতে

রবার্ট কিয়োসাকি

জাফর খান: ২০০৮ সালেও স্বনামধন্য এই ওয়াল স্ট্রিট বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম বিনিয়োগ ব্যাংক লেম্যান ব্রাদার্সের পতনের সফল ভবিষ্যদ্বাণী করেছিলেন। সেই বছর প্রতিষ্ঠানটি ৬১৩ বিলিয়ন ঋন ও সারা বিশ্বের বিভিন্ন শাখায় কর্মরত ২৫ হাজার জনবল নিয়ে ধসে পড়ে। সেসময় আর্থিক এই প্রতিষ্ঠানটির মোট সম্পদ ছিল ৬৩৯ বিলিয়ন ডলার। এবারে সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে ৫৪ বিলিয়ন ডলার (৫০ বিলিয়ন ফ্রাঙ্ক) ঋণ চাওয়ায় কিয়োসাকির আরেকটি ধারণা সত্য হতে যাচ্ছে বলে ধারণা অর্থনীতিবিদদের। দি উইক/ ইন্ডিয়া টাইমস/ মানি কন্ট্রোল ডট কম

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই বিশ্লেষকের আগাম সতর্কতার বিষয়টি নিয়ে একটি প্রতিবেদনে জানায়, এর আগে সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের ধ্বস নামার আগেও একই রকমের ইঙ্গিত করেছিলেন এই মার্কিন উদ্যোক্তা ও লেখক। 

তিনি তার জরপয উধফ চড়ড়ৎ উধফ ঝবৎরবং এ লিখেছেন, আগে থেকেই আমি লেম্যানকে সতর্ক করেছিলাম তাদের ধ্বসের বিষয়ে। আর এখন এই তালিকায় ক্রেডিট সুইস ব্যাংক রয়েছে বলে ধারণা করছি। বন্ড শেয়ারবাজারের ধ্বস নামায় একের পর এক ব্যংকগুলো পতনের দিকে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। 

সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংকের পতন এরইমধ্যে বিশ্বজুড়ে অর্থনৈতিক আশঙ্কা সৃষ্টি করেছে। অন্যান্য ব্যাংকগুলিও সংক্রমণের ভয়ে পিছিয়ে যাওয়ায় এশিয়ায় স্টক মার্কেটগুলিতেও বাজে প্রভাব পড়ায় বিপর্যস্তের দিকে যাচ্ছে বিশ্ব অর্থনীতি বলেও তিনি মনে করছেন। 

ক্রেডিট সুইস সাম্প্রতিক বছরগুলোতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, যার মধ্যে আছে ব্যাংকটির ইউএস অ্যাসেট ম্যানেজার আর্চেগোস কেলেংকারি ও ইউকে ফার্ম গ্রিনসিলের দেউলিয়া হওয়ার মত  ঘটনা।

২০২১ সালের মার্চ মাসে গ্রিনসিলের দেউলিয়া হওয়ার পর থেকে ক্রেডিট সুইস তার বাজার মূল্যের প্রায় ৮০ শতাংশ হারিয়েছে, যা তাদের জন্য প্রথম অশনি সংকেত বলে মনে করেন অর্থনীতিবিদরা।

গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, অর্থায়নের জন্য সুইস ব্যাংক থেকে ৫০ বিলিয়ন ফ্রাঙ্ক বা ৫৪ বিলিয়ন ডলার পর্যন্ত ঋণ নিতে যাচ্ছে তারা।

এদিকে ব্যাংকে অর্থ বিনিয়োগ করার পরিবর্তে বিনিয়োগকারীদের স্বর্ণ ও রৌপ্যে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন রবার্ট কিয়োসাকি।

জেকে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়