মিহিমা আফরোজ: কৃষ্ণসাগরের ক্রিমিয়া অঞ্চলে মার্কিন গুপ্তচর ড্রোন ভূপাতিত করার ঘটনাটি নিয়ে সরাসরি আলোচনা করতে গত বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে আহ্বান জানিয়েছেন। আরটি
যুদ্ধ শুরুর পর থেকে প্রথমবারের মতো মস্কোকে আহ্বান জানিয়েছে পেন্টাগণ। ড্রোন হামলার কারণ জানতে চাইলে সের্গেই শোইগু অস্টিনকে বলেছেন, মার্কিনিরা রাশিয়া কর্তৃক ঘোষিত আকাশসীমা বিধিনিষেধ লঙ্ঘন করার কারণে ঘটনাটি ঘটেছে। রাশিয়ার উপকূলে এই মার্কিন ড্রোন হামলার ঘটনাটি ‘প্রকৃতিগতভাবে উস্কানিমূলক’ বলে অভিহিত করেছেন শোইগু।
শোইগু আরও বলেছেন, রাশিয়া সকল উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে থাকবে। পরমাণু শক্তিধর দেশ দুটিকে এ সময়ে যতটা সম্ভব দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। যার মধ্যে একটি হলো, যেকোন সংকট নিয়ে আলোচনা করার জন্য একটি সামরিক চ্যানেল খোলা রাখা।
গত বুধবার পেন্টাগনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অস্টিন বলেছেন, বিশ্বের শক্তিধর দেশগুলোকে স¦চ্ছতা এবং যোগাযোগের মডেল হয়ে উঠতে হবে। তিনি আরও জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র সব সময়ই আন্তর্জাতিক আইন মেনে চলতে থাকবে।
যুক্তরাষ্ট্র এক বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনকে বিভিন্ন অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। রাশিয়ায় ড্রেন হামলার পর রুশ নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ বলেছেন, এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত। সম্পাদনা: ইমরুল শাহেদ
এমএ/আইএস/এএ