সাজ্জাদুল ইসলাম: ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা তুরস্ক সফরে আসছেন। ৬ ফেব্রয়ারির ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটিতে আজ বুধবার পৌঁছুবেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানান। ডেইলি সাবাহ
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়. তুরস্কে বিপর্যয়কর জোড়া ভূমিকম্পের ঘটনায় সংহতি ও শোক প্রকাশ করতে এ সফরে আসছেন। এতে ৪৭ হাজারেরও বেশি মানুষ নিহত ও শত শত কোটি ডলারের ক্ষতি হয়েছে।
এ সফরকালে ওআইসির মহাসচিব মারাত্মক ক্ষতিগ্রস্ত গাজিয়ানটেপ পরিদর্শন করবেন। আগামীকাল বৃহস্পতিবার আংকারায় তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসওগলুর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭.৮ মাত্রার শতবর্ষের ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে কাহরামানমারাস ও দক্ষিনের অন্য ১০টি প্রদেশ ধ্বংসস্তুপে পরিণত হয়। এক কোটি ৩০ লাখেরও বেশি মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সারাবিশ্ব থেকে তুরস্কের প্রতি সংহতি ও সমবেদনা প্রকাশের সঙ্গে ওআইসিও সংহতি প্রকাশ করেছে। অনেক দেশ তুরস্কে উদ্ধার দল ও ত্রাণসামগ্রী পাঠিয়েছে।
একে
আপনার মতামত লিখুন :