শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুধবার যুক্তরাজ্য যাচ্ছেন জেলোনস্কি

জেলোনস্কি

জাফর খান: ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসনের পর দেশটির প্রেসিডন্ট  ভলোদিমির জেলোনস্কি প্রথমবারের মত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষী সুনাকের সঙ্গে দেখা করতে বুধবার দেশটির উদ্দ্যেশে রওনা দিচ্ছেন। তিনি এ সময় সুনাকের অফিসে তার সঙ্গে এক বৈঠকে মিলিত যুক্তরাজ্যে প্রশিক্ষণে অংশ নেওয়া তার দেশের সেনাদের সাথেও দেখা করবেন বলে জানান গেছে। গত ছয় মাসে বৃটেন ১০ হাজার ইউক্রেন বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে। চলতি বছরের মধ্যে আরও ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে সুনাক সরকার। এছাড়াও  যুদ্ধ বিমান পরিচালনা ও নৌবাহিনীকে যুদ্ধের জন্য যুগোপযুগী করতে প্রশিক্ষণ দিবে বলে সুনাক জানিয়েছেন। ইয়ন নিউজ

জেলোনস্কির এই সফর এমন সময় হচ্ছে যখন কিনা আরও অস্ত্র খুজছে কিয়েভ। সুনাক তার এক বক্তব্যে বলেন, জেলেনোস্কির এই সফরকে সাহসী ও যুদ্ধ চালিয়ে যাবার ব্যাপারে তার দৃঢ় মনোবলের ইঙ্গিত বহন করে।তার এই সফর দুই দেশের বন্ধুত্বকে আরও স্থায়ী করবে। এর আগে সুনাক সরকার গঠনের পর নভেম্বরে ইউক্রেন সফরকালে  জেলোনস্কির প্রতি সমর্থন জানান।

বুধবারের এই সফরকে ঘিরে এক প্রতিক্রিয়ায়  ইউক্রেনে সামরিক সহায়তার  বিষয়টিকে ত্বরান্বিত করা হবে বলেও জানান সুনাক।এর আগে কয়েকশত ট্যাংক, ও সাজোয়া যান চেয়ে আবেদন করে। সম্পাদনা: খালিদ আহমেদ

জেকে/কেএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়