শিরোনাম
◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত ◈ শহীদ ওসমান হাদির জানাজাকে ঘিরে ৭ নির্দেশনা ডিএমপির ◈ গভীর রাতে নদী ও ইটভাটায় চলে প্রশিক্ষণ, চার বিভাগে সক্রিয় শুটার নেটওয়ার্ক ◈ হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত, ঢাকায় বিজিবি মোতায়েন, বিদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা ◈ সুদানে ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৩৯ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কে ভূমিকম্পে নিহত ৯৫০০ : আহত ৪০ হাজারের বেশি

সাজ্জাদুল ইসলাম: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের তিন দিন পরও সময়ের সাথে পাল্লা দিয়ে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। বুধবার সকাল পর্যন্ত দুই দেশে ৯৫০০ জনেরও বেশি নিহত হয়েছে যার বেশিরভাগই তুরস্কের নাগরিক। ওয়াশিংটন পোস্ট, রয়টার্স, বিবিসি, এক্সপ্রেস

তুরস্কের কর্মকর্তারা বুধবার জানান, তুরস্কে ৬৯৫৭ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৩৮২২৪ জন। সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে অন্তত ১২৫০ জন নিহত ও ১৪৪৯ জন আহত হয়েছে। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তরপশ্চিমাঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকতারা জানান, সেখানে ১২৮০ জন নিহত ও ২৬০০ জনের বেশি আহত হয়েছে। সেখানে অসংখ্য মানুষ ধ্বংসস্তুপের নীচে আটকা পড়ে আছে। হোয়াইট হেলমেট জানিয়েছে সিরিয়ার আলেপ্পোয় ৪০০ ভবন বিধ্বস্ত, ১৩০০ ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ার অন্যত্র আরও হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প বিপর্যস্ত এলাকায় উদ্ধার কাজ আরও জোরদার করা হয়েছে। ৪৮ ঘন্টা পরও ধ্বংসস্তুপের ভেতরে অসংখ্য মানুষ আটকা পড়ে আছে। সোমবারের দু’দফা ভূমিকম্পে বিশাল এলাকায় বহু শহর ও জনপদ ধুলিস্যাত হয়ে গেছে। তুরস্কের দক্ষিণাঞ্চলের উৎপত্তিস্থল গাজিয়ানটেপে অসহনীয় ঠান্ডা আবহাওয়ার মধ্যে উদ্ধার তৎপরতা পরিচালিত হচ্ছে। রাতে সেখানে তাপমাত্রা ২্০এর নীচে নেমে গেছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী জানান যে, দুর্যোগ ও ত্রাণ কাজ চালানোর জন্য ৭০০০ সেনা পাঠানো হয়েছে।

তুরস্ক ও সিরিয়ায় তিনটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। যার মাত্রা ছিল ৭.৮, ৭.৬ ও ৬.০। এ ভূমিকম্পে তুরস্ক ও প্রতিবেশি সিরিয়ায় নজীরবিহীন ধ্বংস ও বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।

হীমশীতল ঠান্ডার মধ্যে উদ্ধার দলগুলো ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া টানা তিন দিন ধরে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এপর্যন্ত ৯৫০০ জনেরও বেশি নিহত হয়েছে। আরও হাজার হাজার আহত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ভূমি কম্পে তার দেশের এক কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্কের মোট জনসংখ্যা আট কোটি ৫০ লাখ। ভূমিকম্পের ফলে এরদোয়ান দেশের ১০টি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। 

সারা বিশ্ব থেকে তুরস্কে অনুসন্ধান ও উদ্ধার দল এবং ত্রাণ সামগ্রী প্রেরণ অব্যাহত রয়েছে। বিধ্বস্ত এলাকাগুলোতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উদ্ধার ও ত্রাণ কাজ চলছে। সময়ের সাথে পাল্লা দিয়ে মৃতের সংখ্যা প্রতি মুহুর্তে বাড়ছে। 

সোমবার তুরস্কের দক্ষিণাঞ্চলে সোমবার ভোর রাতে প্রলয়ংকরি ভূমিকম্প আঘাত হানে। এটি ছিল দেশটি শত বছরের মধ্যকার ভয়াবহ ভূমিকম্পের ঘটনা। সোম ও মঙ্গলবার আরও দুটি ভূমিকম্প আঘাত হানে। এছাড়া ভূমিকম্প পরবর্তী ১৮৫টি আফটার শক বা ভূকম্পন সংঘটিত হয়েছে।

১১ বছর ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি করেছে। সেখানে আড়াই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে সিরিয়া সরকার জানিয়েছে। সেখানে সরকার ও উদ্ধার দলগুলো অনুসন্ধান,উদ্ধার ও ত্রাণকাজ চালাচ্ছে। সম্পাদনা: রাশিদ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়