শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৮ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনশনের ডাক দেওয়ার পর

ইরানী চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি জামিনে মুক্ত

জাফর খানঃ বন্দী অবস্থায় অনশনের ডাক দেওয়ার পর ইরানী চিত্র পরিচালক জাফর পানাহি তেহরানের ইভিন কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করেছেন। পানাহির আইনজীবী ইউসেফ মউলাই এপির বরাত দিয়ে জানিয়েছেন পানাহি সুস্থ আছেন। আল-জাজিরা।

মুক্তিলাভের পর পানাহির স্ত্রী তাহেরেহ সাইদি ইন্সটাগ্রামে একটি ছবি পোষ্ট করেন। এতে দেখা যায়, কারাগার থেকে একটি গাড়িতে করে তারা বেড়িয়ে আসছেন। তবে তাদের মুক্তির বিষয়ে আদালতের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইউরোপের প্রধান ও গুরুত্বপূর্ণ তিনটি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে পুরষ্কার পাওয়া এই ৬২ বছর বয়সী চিত্র পরিচালক পানাহি  বৃহস্পতিবার থেকে বন্দী থাকা অবস্থায় অনশনের ডাক দেন। 

২০০০ সালে তিনি তার ‘সার্কেল’ ছবিটির জন্য ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে ‘গোল্ডেন লায়ন’ পুরষ্কার লাভ করেন। এছাড়াও তার বিখ্যাত চলচ্চিত্র ‘হোয়াইট বেলুন’ ও ‘ট্যাক্সি’ এই দুটির জন্য প্যরিসের কান চলচ্চিত্র পুরষ্কার ও বার্লিনের ‘ গোল্ডেন বিয়ার’ লাভ করেন। তার বিষয়ে এক মন্তব্যে প্রযোজক মিশেল এএফপিকে বলেন,’ তার মুক্তির ব্যাপারে যারা বৃহষ্পতিবার আন্দোলন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তার এই মুক্তিটি আমাদের কাছে অসাধারণ লাগছে।‘ 

এই বিখ্যাত চিত্রপরিচালক সম্প্রতি ঘটে যাওয়া মাহাসা আমিনির মৃত্যু ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলনের উপর একটি ডকুমেন্টারি তৈরি করেন। সেখানে তিনি দেখান কিভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে পুলিশ হামলা চালিয়ে গ্রেপ্তার করছেন। সেসময় তার সহযোগী আরেক পরিচালক মোহাম্মদ রাসুলফকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়। পরে জানুয়ারি মাসে তার স্বাস্থ্যগত অবস্থার কথা ভেবে মুক্তি দেওয়া হয়। এর আগেও ২০১০ সালে পানাহি দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টের বিরুদ্ধে বিদ্রূপাত্মক মন্তব্য করায় ছয় বছরের সাজা লাভ করেন। সম্পাদনা : রাশিদ  

  • সর্বশেষ
  • জনপ্রিয়