শিরোনাম
◈ ইউক্রেনকে ২০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে আমেরিকা ◈ সিরাজুূল আলম খানের প্রতি  শ্রদ্ধা নিবেদন বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে ◈  ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত ◈ বিএনপির সঙ্গে সংলাপ নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন: তথ্যমন্ত্রী ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল ◈ বৈশ্বিক কারণেই বিভিন্ন সমস্যা চলছে, শিগগিরই সংকট কেটে যাবে: প্রধানমন্ত্রী ◈ জামালপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ◈ বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ◈ সবজির দামে কিছুটা স্বস্তি ◈ কর ফাঁকি সংক্রান্ত বিষয়ে ইউনূস সেন্টারের ব্যাখ্যা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:০৮ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদের পর পাকিস্তানের থানায় হামলা, সংঘর্ষ

পাকিস্তান

ইমরুল শাহেদ: পাকিস্তানে পেশোয়ারের মসজিদে আত্মঘাতী হামলার রেশ কাটতে না কাটতেই আরও একটি হামলার ঘটনা সামনে এল। উগ্রপন্থীদের নজরে ছিল থানা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি জেলার একটি থানায় সন্ত্রাসী হামলা চালায়। জেলা পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাবিদ বলেছেন, আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ১৫ থেকে ২০ সন্ত্রাসী মিয়ানওয়ালি থানায় হামলা চালায়। কিন্তু পুলিশ সেটা নস্যাৎ করে দিয়েছে। জিওটিভি

তিনি বলেন, কয়েকজন সন্ত্রাসী আহত হয়েছে। তারা আহত অবস্থায়ই সেখান থেকে পালিয়ে যায়। সন্তাসীদের হামলায় কোনো পুলিশ কর্মকর্তা আহত হননি। ঘটনাস্থলের পুরো এলাকাই পুলিশ ঘেরাও করে রেখেছে এবং তল্লাশি অভিযান চালানো শুরু হয়েছে। 

এসব হামলার কারণে পাঞ্জাব, মুলতান ও সারগোদার নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করা হয়েছে। শহরে প্রবেশ ও নির্গমনের মুখে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলা নস্যাৎ করে দিতে পারায় পুলিশের প্রশংসা করেছেন।

তিনি বলেন, পুলিশ এবং কাউন্টার-টেররিজম বিভাগকে সন্ত্রাস মোকাবিলায় আরো আধুনিক অস্ত্রে সজ্জিত করা হবে।
মসজিদ হামলার পরেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মঙ্গলবার পার্লামেন্টে বলেছেন, জার্ব-ই-আজবের মতো সারদেশে সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর জন্য জনগণের মতামত দরকার। 

মঙ্গলবার রাতে থানায় হামলার এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে, আফগানিস্তানে তালিবান শাসন কায়েম হওয়ার পর থেকেই অতি সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন জেহাদি সংগঠনগুলি। বিশেষ করে পাকিস্তানে একাধিক হামলা চালিয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। বারবার আলোচনায় বসেও সুরাহা করতে পারেনি পাকিস্তান প্রশাসন।

আইএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়