শিরোনাম
◈ কালরাত স্মরণে এক মিনিটের ‘ব্ল্যাক আউটে’ বাংলাদেশ ◈ নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ও তাঁর মাকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা আটক ◈ যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর আঘাতে ২৩ জনের মৃত্যু ◈ আওয়ামী লীগকে এবার ইফতার পার্টি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ◈ বাংলার সমৃদ্ধি ক্ষতিপূরণ পেল ২৩৭ কোটি টাকা ◈ আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতায় ২৫ মার্চের গণহত্যা হয়েছিল: মির্জা ফখরুল ◈ দুবাইয়ে আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই: আইজিপি ◈ নারী অধিকার কর্মীদের প্রতি ‘কোমল’ মনোভাব দেখানোর জন্যে ১০ বিচারপতিকে মৃত্যুদণ্ড সৌদি সরকারের ◈ একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ দাবি ◈ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে  সকলকে ভূমিকা রাখতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৩:১৪ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ান সামরিক বৈঠকে মিয়ানমারকে আমন্ত্রণ

মিয়ানমারের সেনাবাহিনী প্রধান

ইমরুল শাহেদ: আগামী ২০ ফেব্রুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। আঞ্চলিক এই সামরিক বৈঠকে যুক্তরাষ্ট্র ছাড়াও সহ-সভাপতিত্বে রয়েছে থাইল্যান্ড। মিয়ানমারের সেনাবাহিনী অং সান সুচির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশের শাসন ক্ষমতা নিজেদের হাতে তুলে নিয়েছে, যা এখন প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘাতে লিপ্ত। আল-জাজিরা

‘আসিয়ান ডিফেন্স মিনিষ্টার্স মিটিং প্লাস (এডিএমএম-প্লাস) এক্সপার্টস ওয়ার্কিং গ্রুপ’ সামুদ্রিক নিরাপত্তা নিয়ে এই বৈঠক করছে এবং সামরিক মহড়ার বিষয়টিও রয়েছে। এই বৈঠকে মিয়ানমারের প্রতিনিধি হিসেবে প্রতিরক্ষামন্ত্রী মিয়া তুন ও’কে নিমন্ত্রণ করা হয়েছে। 

মিয়ানমার নাউ নামে একটি অনলাইন পোর্টালে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তাতে বলা হয়েছে, সামরিক মহড়াগুলো অনুসন্ধান, উদ্ধার, জলদস্যুতা, মাদক, অস্ত্র ও মানবপাচার প্রতিরোধ নিয়ে সাজানো হয়েছে। 

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র লে. কর্নেল মার্টিন মেইনার্স মিয়ানমার নাউকে বলেছেন, মিয়ানমার সেনাবাহিনীকে নিমন্ত্রণ করা হয়েছে আসিয়ানের নিয়মানুসারে। তিনি বলেন, ‘আসিয়ান ফোরামে উপস্থিতিটা সদস্য দেশগুলোই নিশ্চিত করে।’

১০ সদস্যের এই ফোরামে আলোচনার জন্য অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান, নিউজিল্যান্ড, রাশিয়া, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। 

আসিয়ান থেকে অনেক চেষ্টা করেও মিয়ানমারকে বুঝানো যায়নি। সহিংসতার অবসানে আসিয়ান থেকে জেনারেলদেরকে যে পরিকল্পনা দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে তারা ব্যর্থ হয়েছে। তাদেরকে সংলাপ অনুষ্ঠানের বিষয়েও বলা হয়েছে।

আসিয়ান অ্যাসোসিয়েশনের মূল বৈঠক থেকে মিয়ানমারকে বাদ রাখা হয়েছে। কিন্তু রক্তপাতের দুই বছর পর অ্যাসোসিয়েশনের কয়েকটি সদস্যদেশ রাজনৈতিকভাবে নির্বাচিত বেসামরিক জাতীয় ঐক্য সরকারকে আসিয়ানের সঙ্গে যুক্ত করে নেওয়ার দাবি জানিয়েছে। 

অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান ইন্দোনেশিয়া মিয়ানমারের বিষয়ে বড় ধরনের পদক্ষেপ নিতে পারে।  

আইএস/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়