শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০২:৫৩ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েল সফর নতুন কোনো বার্তা দেয়নি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন

ইমরুল শাহেদ: বিগত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েল নির্বিচারে সংহিসতা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যখন এই সপ্তাহে ইসরায়েলে আসেন, তখন তিনি শুধু সংঘাতের বিষয়ে ওয়াশিংটনের দীর্ঘস্থায়ী অবস্থানের কথাই পুনর্ব্যক্ত করেন। তবে তিনি  ইসরায়েলের প্রতি দৃঢ় অঙ্গীকার, শান্ত থাকার আহ্বান এবং দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন জানিয়েছেন। আল-জাজিরা

সোমবার জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন যা বলেছিলেন তার প্রায় সবই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ববর্তী বিবৃতি থেকেই টানা হয়েছে। তিনি নতুন কিছু বলেননি। 

সান ফ্রান্সিসকোর ইউসি হেস্টিংস কলেজ অব দ্য ল-এর অধ্যাপক জর্জ বিশারাত বলেছেন, মার্কিন প্রশাসন ইসরায়েল-ফিলিস্তিনে মাঝেমধ্যে সহিংসতার বিস্ফোরণকে ‘ব্যবস্থাপনার অসুবিধা’ হিসাবে দেখে ইসরায়েল সরকারের প্রতি নিঃশর্ত সমর্থন বজায় রেখে। তিনি আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘সত্যিকার অর্থে ফিলিস্তিনিদের জীবনের পরোয়া করে না যুক্তরাষ্ট্র।’

তিনি বলেন, ‘এখানে ফিলিস্তিন বলে কথা নয়। যুক্তরাষ্ট্র শুধু সেইটুকুই দেখে, যা তাদের কৌশলগত স্বার্থ সংরক্ষণ করে। তার সঙ্গে মানবাধিকারের কোনো সম্পর্ক নেই।’

গত শুক্রবার পূর্ব জেরুজালেমে একজন ফিলিস্তিনি বন্দুকধারী সিনেগগের সামনে সাতজন ইসরায়েলিকে হত্যা করেছে। তার আগে ইসরায়েলি সেনারা জেনিনের শরণার্থী শিবিরে ১০ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। এই হত্যা ও পাল্টা হত্যার মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সফর করলেন। 

আইএস/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়